এক্সপ্লোর
Advertisement
পায়ে বেড়ি না পরিয়ে মেয়েদের এগিয়ে যেতে দিক পুরুষ, রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ সম্মান পেয়ে বললেন মালাল ইউসুফজাই
রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস মালালা ইউসুফজাইকে সর্বকনিষ্ঠ শান্তির দূতের পদে সম্মানিত করেছেন।রাষ্ট্রপুঞ্জের সবচেয়ে উচ্চ সম্মানে সম্মানিত তিনি।এই সম্মান পাওয়ার পরই মালালা মন্তব্য করেন, পুরুষদের কখনওই নারীর পায়ে বেড়ি পরিয়ে রাখা উচিৎ নয়। তাঁকে মুক্ত বিহঙ্গের মতো উড়তে দেওয়া উচিৎ। এছাড়া প্রতিটি মহিলাকে পর্যাপ্ত শিক্ষাদানের পক্ষেও সওয়াল করেন মালালা।
মালালার দাবি, আমাদের প্রত্যেকের জীবনে বাবা, দাদা, স্বামীর গুরুত্ব রয়েছে। কিন্তু এঁদের কখনওই উচিৎ নয় মেয়েদের বলার স্বাধীনতাকে কেড়ে নেওয়া। প্রত্যেক নারীর বাকস্বাধীনতা থাকা উচিৎ । সোয়াট উপত্যকায় তাঁর মতো বহু মেয়ে রয়েছেন, যাঁরা বাকস্বাধীনতার অভাবে নিজেদের অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করেছেন।
তবে মালালার দাবি, এক্ষেত্রে তিনি ভাগ্যবতী। তাঁর বাবা বা তাঁর পরিবার কখনও তাঁর বাকস্বাধীনতা খর্ব করেননি। তিনি মনে করেন পুরুষদের উচিত্, একজন নারীকে বিকশিত হতে দিতে, তাঁকে বিকশিত হতে সাহায্য করতে হবে।
মালালা নয়া এই সম্মানে সম্মানিত হওয়ার পর এখন লিওনার্দো দি ক্যাপরিও, চার্লিজ থেরন এবং মাইকেল ডগলাসের সঙ্গে এক পংক্তিতে চলে এলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement