এক্সপ্লোর
Advertisement
দেখুন ভিডিও: ফ্লাইট মিস! টারম্যাকে বিমানের পিছনে দৌড় যাত্রীর
লন্ডন: সিকিউরিটি চেক-এর নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। পেরিয়ে গিয়েছে বিমানে ওঠার সময়। এমনকী, চালক বিমান নিয়ে মূল রানওয়ের দিকে রওনাও দিয়েছেন।
আচমকা, জেটওয়ে বা এরোব্রিজের মধ্যে দিয়ে উদয় হলেন এক ব্যক্তি। বিমান চলে যাচ্ছে দেখে, সোজা লাফ মারলেন টারম্যাকে। তারপর কাঁধের ব্যাগ তুলে ছুটলেন বিমানের পিছনে!
এমন একটি দৃশ্য কেবল সেলুলয়েডের পর্দাতেই দেখা যায়। কিন্তু, এই ফিল্মি কায়দায় বিমান ধরার কৌশল বাস্তবে করে দেখালেন স্পেনের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাদ্রিদ বিমানবন্দরে।
খবরে প্রকাশ, মাদ্রিদ থেকে গ্রান কানারিয়া যাওয়ার জন্য রায়ান এয়ার সংস্থার বিমান ধরার কথা ছিল ওই ব্যক্তির। কিন্তু, নির্ধারিত সময়ের পরে তিনি বিমানবন্দরে পৌঁছন। এরপর সিকিউরিটির তোয়াক্কা না করেই তিনি ওই ‘স্টান্ট’ করে বসেন।
যদিও, শেষরক্ষা হয়নি। রানওয়েতে থাকা নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন ওই ব্যক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এর সঙ্গে নাশকতার কোনও যোগাযোগ নেই। যদিও, তাঁর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, ফ্লাইট ধরার জন্য ওই ব্যক্তির অভিনব কৌশলের ভিডিও বিমানবন্দরের এক গ্রাউন্ড ক্র্যু ফেসবুকে ছেড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সেটি।
সেখানে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রথম নন, যিনি এমন কর্ম করলেন। প্রসঙ্গত, বিমান ধরতে স্পেনে, বিশেষ করে মাদ্রিদে না কি এমন ঘটনা আকছার ঘটিয়ে থাকেন যাত্রীরা।
দেখুন সেই ভিডিও:-
[embed]
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement