এক্সপ্লোর
Advertisement
আইফোন পেতে নামবদল তরুণের!
কিয়েভ: সখ পূরণের জন্য নাম বদল! হ্যাঁ, এমনটাই করলেন ইউক্রেনের এক তরুণ। মোবাইল ফোনের বিশেষ বিশেষ ব্র্যান্ডের প্রতি আকর্ষণ নতুন কিছু নয়। বিশেষ করে তা যদি অ্যাপেল-এর হয়। ইউক্রেনের এক ইলেকট্রনিক স্টোর জানিয়েছিল, অ্যাপেলের আইফোন ৭ –এর নামে যাঁরা নিজেদের নামবদল করবেন, তাঁদের মধ্য থেকে পাঁচজনকে এই ফোন স্বল্প মূল্যে দেওয়া হবে।
আলেকজান্ডার টুরিন নামে ২০ বছরের এক তরুণ সরকারিভাবে নিজের নাম বদলে করে ফেললেন। নতুন নাম নিলেন আইফোন সিম (সেভেন)। এজন্য তিনি ওই স্টোরের দেওয়া অফারে ফোনটিও পেয়েছেন।
ইউক্রেনে আইফোনের দাম শুরু ৮৫০ মার্কিন ডলার থেকে। নাম বদল করে সিম সেই ফোন ২ ডলারে পেয়েছেন।
সিম অবশ্য এরপর তাঁর আসল নামে ফিরে যাওয়ার কথাও ভাবছেন।
সিমের এই নাম বদলের সিদ্ধান্ত হতবাক করে দেয় তাঁর বন্ধু ও পরিবারের সদস্যদের। পরে অবশ্য সবাই বিষয়টিকে সমর্থন করেছেন।
তাঁর বোন তেটিয়ানা পানিয়া বলেছেন, প্রথমে তো বিশ্বাস করাই কষ্ট হচ্ছিল। পরে অবশ্য এনিয়ে কোনও সমস্যা হয়নি। কারণ, বিশ্বে সবাই তো নিজেকে প্রকাশ করার পথ খোঁজে। তাঁর দাদা এই পথ নিলে ক্ষতি কীসের?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement