এক্সপ্লোর
Advertisement
ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্য, পুত্রসন্তানের জন্ম দিলেন মেগান মার্কেল
বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছে। জন্মের সময় শিশুপুত্রটির ওজন হয়েছে ৩.২ কেজি
লন্ডন: ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্য। পুত্রসন্তানের জন্ম দিলেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগানের প্রথম সন্তান এটি। বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছে।
প্রিন্স হ্যারি চমৎকার টুইট করে নিজের বাবা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, নবজাতক বেশ স্বাস্থ্যবান। তবে শিশুপুত্রের নামকরণ করেননি এখনও। প্রিন্স হ্যারি জানিয়েছেন, সন্তানের নাম কী হবে, তাঁরা ঠিক করে উঠতে পারেননি।
জন্মের সময় শিশুপুত্রটির ওজন হয়েছে ৩.২ কেজি। পরে হ্যারি সাংবাদিকদের জানান, স্থানীয় সময় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে শিশুপুত্র ভূমিষ্ঠ হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মার্কিন অভিনেত্রী মেগান। এই নবজাতক ব্রিটিশ রাজসিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের অষ্টম গ্রেট গ্রান্ড চাইল্ড। এর আগে গত বছরের অক্টোবরে প্রথম ঘোষণা করা হয় যে, ‘ডিউক অব সাসেক্স এবং ডাচেস অব সাসেক্স’ বাবা-মা হচ্ছেন।
২০১৮ সালের মে মাসে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠান হয়। এরপর থেকে রানি এলিজাবেথের ঘোষণা অনুযায়ী প্রিন্স হ্যারি ‘ডিউক অব সাসেক্স’ ও তাঁর স্ত্রী মেগান ‘ডাচেস অব সাসেক্স’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement