এক্সপ্লোর
Advertisement
চিনের এই শহরে রমরমিয়ে বিকোচ্ছে নরেন্দ্র মোদীর পুতুল!
হ্যাংঝু: জি২০ বৈঠক শুরুর আগেই চিনের হ্যাংঝু শহরে নরেন্দ্র মোদী এখন পরিচিত মুখ। মোদী পুতুল এখানে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এই পুতুল তৈরি করছেন স্থানীয় শিল্পী য়ু জিয়াওলি। য়ু জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় ধরে ধীরে ধীরে তিনি তৈরি করেছেন মোদী সহ জি ২০-তে ভাগ নেওয়া সব রাষ্ট্রনেতাদের পুতুল প্রতিমূর্তি।
পুতুলগুলি নিখুঁতভাবে তৈরি করতে প্রাণপাত করেছেন য়ু। এইসব রাষ্ট্রনেতাদের অসংখ্য ছবি জোগাড় করেছেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে দেখেছেন ভিডিও। তাঁর হ্যাংঝু শহরে জি ২০ হচ্ছে জেনে তিনি চেয়েছিলেন, এই মুহূর্তকে ‘স্পেশাল’ করে রাখতে। এইসব মূর্তি সেই আকাঙ্খারই ফসল।
তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর পুতুলকে নিয়ে য়ু-কে সমস্যায় পড়তে হয়। ডেভিড ক্যামেরন পদত্যাগ করায় ক্ষমতায় এসেছেন থেরেসা মে। শেষ মুহূর্তে তাঁর ছবি জোগাড় করে মূর্তি তৈরি করতে রীতিমত হিমশিম খেতে হয় তাঁকে। তবে য়ু-র সবথেকে বেশি পছন্দ মোদী পুতুল, য়ু জানিয়েছেন, তিনি ‘হ্যান্ডসাম’। তাঁর কাঁধে শান্তির প্রতীক হিসেবে একটি ঘুঘু পাখি রেখেছেন তিনি, পায়ের কাছে রেখেছেন ভারতের জাতীয় ফুল পদ্মও।
হ্যাংঝুর বিখ্যাত খাল গ্র্যান্ড ক্যানালের ধারে লেমান্তু কালচার কোম্পানির দোকানে এইসব পুতুল এখন হইহই করে বিকোচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement