এক্সপ্লোর
Advertisement
মাউন্ট এভারেস্ট জয়ের পর ফেরার পথে মৃত্যু ভারতীয়র
কাঠমান্ডু: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যাওয়া ভারতীয় পর্বতারোহী রবি কুমারের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা রবি ৮,২০০ মিটার উচ্চতা থেকে পড়ে যান। এরপরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পর্যটন দফতরের ডিরেক্টর জেনারেল দীনেশ ভট্টরাই।
নেপালের পর্বতারোহী সংগঠন সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১.২৮ মিনিটে লাকপা উঙ্গিয়া শেরপার সঙ্গে মাউন্ট এভারেস্ট জয় করেন রবি। নামার সময় তিনি শেরপার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। ১৫০ থেকে ২০০ মিটার নামার পর ‘ব্যালকনি’ নামে পরিচিত একটি জায়গা থেকে পড়ে যান রবি। শেরপাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এই নিয়ে চলতি মরসুমে মাউন্ট এভারেস্ট অভিযানে গিয়ে পাঁচ জনের মৃত্যু হল। গতকাল শিখরের কাছাকাছি একটি জায়গায় এক মার্কিন ও এক স্লোভাকিয়ান পর্বতোরাহীর মৃত্যু হয়। এক অস্ট্রেলিয়ানেরও মৃত্যু হয়েছে। অপর একজন নিহত পর্বতারোহীর পরিচয় জানা যায়নি। ১৯৫৩ সাল থেকে এখনও পর্যন্ত মাউন্ট এভারেস্ট অভিযানে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। দুশোরও বেশি মৃতদেহ বিশ্বের উচ্চতম শৃঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে। সেগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement