নির্বাচনে জয়: মার্কিন যুক্তরাষ্ট্রে মোদী সমর্থকদের উচ্ছ্বাস
ওয়াশিংটন: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের নির্বাচনে বিজেপির আশাতীত সাফল্যের রেশ ছড়িয়ে পড়ল সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রেও।
খবরে প্রকাশ, আমেরিকায় বসবাসকারী বহু মোদী-ভক্ত এদিন বিজয়োৎসবে সামিল হন। অনেকের মতে, উত্তরপ্রদেশে বিজেপির এই বিপুল জয়ের ফলে প্রধানমন্ত্রীর উন্নয়নের অ্যাজেন্ডার পথ আরও মসৃণ হবে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির জয়ের উৎসব উদযাপন হয় পশ্চিমপ্রান্তের সিলিকন ভ্যালি থেকে পূর্ব সীমান্তের নিউইয়র্ক ও ওয়াশিংটনে।
সিলিকন ভ্যালির উদ্যোগপতি তথা উত্তরাখণ্ডের বাসিন্দা নবীন বিশট জানান, প্রধানমন্ত্রী মোদী কোনও সাধারণ রাজনীতিবিদ নন। তিনি যা প্রতিশ্রুতি দেন, তা পালন করেন। তাঁর আশা, এই জয়ের ফলে উত্তরাখণ্ডে নতুন ব্যবসা ও উদ্যোগ শুরু হবে। যার ফলস্বরূপ, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হবে।
উত্তরপ্রদেশের নির্বাচনের ফল বের হওয়ার সঙ্গে সঙ্গেই সিলিকন ভ্যালিতে বহু ভারতীয় জমায়েত করে উদযাপন করেন। ভার্জিনিয়ার ব্যবসায়ী তথা ওভারসিস ফ্রেন্ডস অফ বিজেপি (ওএফবিজেপি) নেতা অদপ প্রসাদ জানান, এই জয় উন্নয়নের জয়। তাঁর মতে, মোদীর জন্যই এই জয় সম্ভব হয়েছে।