হাত মেলালেন, উষ্ণ অভ্যর্থনা, মোদী-শি কথা ভারত-চিন সম্পর্ক মজবুত করা নিয়ে, আপনাকে উদ্বিগ্ন দেখাচ্ছে! কটাক্ষ রাহুলের
And the much awaited Informal Summit gets underway! PM @narendramodi warmly welcomed by Chinese President Xi on his arrival at Hubei Provincial Museum in Wuhan. The two leaders had a one-on-one meeting during which they exchanged views on solidifying our bilateral relationship. pic.twitter.com/aQzL5NS9xN
— Raveesh Kumar (@MEAIndia) April 27, 2018
বিশেষজ্ঞ মহল গত বছর ৭৩ দিনের ডোকালাম সঙ্কটে নষ্ট হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়া লাগাতে ভারত ও চিনের প্রয়াস বলেই দেখছে মোদী ও শি-র এই বৈঠককে। এ ব্যাপারে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার ট্যুইট করেছেন, সেই বহু প্রতীক্ষিত অঘোষিত সামিট অবশেষে শুরু হল। উহানে হুবেই প্রাদেশিক মিউজিয়ামে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চিনা প্রেসিডেন্ট। দুই নেতা একান্তে কথা বলেছেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ব্যাপারে মতামত বিনিময় করেছেন তাঁরা।
আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে তাঁরা কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
মোদী ও শি হুবেই মিউজিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। তার আগে তাঁরা মিডিয়ার সামনে হাসিমুখে দাঁড়িয়ে হাত মেলান, ছবিও তোলান।
PM @narendramodi was welcomed at the Hubei Provincial Museum with an impressive cultural performance. India and China cultural connect go back many centuries and is reflected in present times through the popularity of Bollywood, Yoga and other aspects of Indian culture. pic.twitter.com/UfdYQPQknw
— Raveesh Kumar (@MEAIndia) April 27, 2018
/code>
তবে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করে মন্তব্য করেছেন, টিভি ফিড দেখলাম, সফরে আপনাকে উদ্বিগ্ন দেখাচ্ছে! রাহুল প্রধানমন্ত্রীর দু দিনের চিন যাত্রাকে কোনও এজেন্ডাহীন সফর বলে উল্লেখ করে মনে করিয়ে দেন, তিনি যেন ডোকালাম ও চিন-পাকিস্তান ইকনমিক করিডর ইস্যু চিনা নেতাদের সঙ্গে আলোচনার সময় অবশ্যই তোলেন। চিন-পাক করিডর গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে। ওটা ভারতের জমি। ভারত চায় আপনি এই জরুরি ইস্যুগুলিতে মুখ খুলুন। আমাদের সমর্থন পাবেন আপনি।
Dear PM,
Saw the live TV feed of your “No Agenda” China visit.
You look tense!
A quick reminder:
1. DOKLAM
2. China Pakistan Eco Corridor passes through POK. That’s Indian territory.
India wants to hear you talk about these crucial issues.
You have our support.
— Rahul Gandhi (@RahulGandhi) April 27, 2018