এক্সপ্লোর
মোদীর ‘ঢাকের’ তালে মাতল তানজানিয়া

দার-এস-সালাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগচর্চার সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু, ড্রামবাদক হিসেবে তাঁর যশ সম্পর্কে অনেকেই হয়ত অবগত নন। এবার মোদীর সেই ‘গুণ’-এর পরিচয়ও পাওয়া গেল। শনিবার রাতে আফ্রিকার রাষ্ট্র তানজানিয়ায় পৌঁছন মোদী। রবিবার তাঁর সম্মানে দেওয়া অনুষ্ঠানে তানজানীয় প্রথায় ব্যবহৃত বিশেষ ডঙ্কার ব্যবস্থা রাখা হয়েছিল। সকলকে চমকে দিয়ে মোদী নিজেই সেই বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন। তাঁকে সঙ্গ দেন তানজানীয় প্রেসিডেন্ট জন পোম্বে জোসেফ মাগুফুলি। দুজনে প্রায় এক মিনিট ধরে ওই বাদ্যযন্ত্র বাজান। মোদীর এই বিশেষ মুহূর্তের ছবি বিদেশমন্ত্রকের তরফে ট্যুইটারে পোস্ট করা হয়। সেখানে বিষয়টিকে ‘ভারত ও আফ্রিকার তাল’ হিসেবে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, এই প্রথম নয়। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে জাপান সফরে গিয়েও সেদেশের বাদকদের সঙ্গে ড্রাম বাজিয়েছিলেন মোদী। [embed]https://twitter.com/MEAIndia/status/752033381811126272[/embed]
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















