এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সবরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেও, ভারত থেকে পোলিও মার্কার আমদানি করছে পাকিস্তান
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই গত ৫ অগাস্ট ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেয় পাকিস্তান।
ইসলামাবাদ: ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেও, পোলিও মার্কার আমদানি করার বিষয়ে সম্মতি দিল পাকিস্তানের মন্ত্রিসভা। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই গত ৫ অগাস্ট ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেয় পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি সঙ্কট তৈরি হয় পাকিস্তানের ওষুধ শিল্পে। এই সঙ্কট সামাল দিতেই ভারত থেকে ওষুধ আমদানি করার অনুমতি দিল পাক মন্ত্রিসভা।
ভারত থেকে বিভিন্ন ধরনের ওষুধ ও কাঁচামাল আমদানি করে পাকিস্তান। ভারত থেকে ওষুধ আমদানি বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তানে জীবনদায়ী ওষুধের সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়। ভারত থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকে পাকিস্তানের ওষুধ সংস্থাগুলি। শেষপর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নিল পাক মন্ত্রিসভা। একবারের জন্য ভারত থেকে পোলিও মার্কার আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ভারত থেকে আমদানি করা ৮৯টি ওষুধের দামও ১৫ শতাংশ কমানো হয়েছে।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে পোলিও মোকাবিলা দফতরের জাতীয় আহ্বায়ক রানা সফদর জানিয়েছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত শিশুদের জন্য উপযোগী পোলিও মার্কার তৈরি হয় শুধু ভারত ও চিনে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিন থেকে পোলিও মার্কার কিনে আমাদের দিয়েছিল। কিন্তু সেই মার্কারগুলি ভাল ছিল না। আমরা অভিযোগ দায়ের করি। এরপর ভারত থেকে পোলিও মার্কার আমদানি করার সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে আট লক্ষ মার্কার আমদানি করার কথা জানানো হয়। কিন্তু নিষেধাজ্ঞা থাকার ফলে এতদিন সেই মার্কার আমদানি করা সম্ভব হয়নি। এবার আমরা ভারত থেকে পোলিও মার্কার আমদানি করতে পারব। চিনের সংস্থাটিকেও উন্নতমানের মার্কার পাঠাতে বলা হয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement