এক্সপ্লোর
Advertisement
এক বছরে রাখাইনে রোহিঙ্গা মুসলিম জঙ্গি হামলায় নিহত অন্তত ১৬৩ জন, জানাল মায়ানমার সরকার
ইয়াঙ্গন: হিন্দুদের গণকবরের হদিশ মেলার পর মায়ানমার সরকার জানাল, গত এক বছরে অশান্ত রাখাইন প্রদেশে অন্তত ১৬৩ জন রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হয়েছেন, নিখোঁজ ৯১ জন।
মায়ানমার সেনার অভিযানে দলে দলে রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার মধ্যেই সম্প্রতি তিনটি কবরের খোঁজ পাওয়া যায় রাখাইন প্রদেশে।
মায়ানমার সরকারের দাবি, রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসবাদীদের নৃশংস হামলায় নিহত অন্তত ৪৫ জন হিন্দুর লাশ রয়েছে গণকবরগুলোয়। রবিবার ২৮টি মৃতদেহ উদ্ধার হয় দুটি কবর থেকে, সোমবার তৃতীয় কবর থেকে বেরোয় আরও ১৭টি মৃতদেহ।
এবার মায়ানমার সরকারের তথ্য সংক্রান্ত কমিটি নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে জানাল, ২০১৬-র অক্টোবর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত অন্তত ৭৯ জন রোহিঙ্গা জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন, নিখোঁজ সরকারি আমলা, নিরাপত্তা জওয়ান, স্থানীয় প্রশাসনিক লোকজন মিলিয়ে ৩৭ জন।
২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি নামে সন্ত্রাসবাদী গোষ্ঠীটি অন্তত ৩০টি থানায় হামলা চালায়। অন্তত ৮৪ জন প্রাণ হারিয়েছেন, খোঁজ নেই আরও ৫৪ জনের। প্রায় ৪০০ সন্দেহভাজন সন্ত্রাসবাদী খতম হয়েছে বলেও আগে জানিয়েছিল মায়ানমার সরকার।
রাখাইনের স্থানীয় প্রশাসনিক কর্তারা জানান, পুলিশ ফাঁড়িতে রোহিঙ্গা সন্ত্রাসবাদী হামলার পর থেকে খোঁজ মিলছিল না প্রায় ১০০ জনের। যে ৪৫ জনের মৃতদেহ কবর থেকে বেরিয়েছে, তারা সম্ভবত ওই নিখোঁজ লোকজনের।
মওঙ্গদওতে সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর সদর দপ্তরে মেজর জায়ার নেইন বলেন, আমরা ওই এলাকায় আরও গণকবরের অনুসন্ধান চালাচ্ছি এখনও। কেন সন্ত্রাসবাদীরা এত অসংখ্য লোককে মারল, সঠিক বলতে পারব না। হিন্দু গ্রামটি অনেকটা উত্তরে, ওখানকার যোগাযোগ ব্যবস্থাও তেমন ভাল নয়, তাই নিরাপত্তাবাহিনী দ্রুত সেখানে পৌঁছতে পারেনি।
যদিও সরকারি দাবির সত্যতা নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখা সম্ভব হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement