এক্সপ্লোর
ফের ক্ষেপনাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায়, পাল্লায় আমেরিকা, 'নজর রাখছি', বললেন ট্রাম্প
![ফের ক্ষেপনাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায়, পাল্লায় আমেরিকা, 'নজর রাখছি', বললেন ট্রাম্প N Korea test fires ballistic missile, Trump says ‘we will take care of it’ ফের ক্ষেপনাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায়, পাল্লায় আমেরিকা, 'নজর রাখছি', বললেন ট্রাম্প](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/29125008/america-north-korea.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ফের দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। ক্ষেপনাস্ত্রটি গিয়ে পড়ে জাপানের উপকূলবর্তী সাগরে। ওই ক্ষেপনাস্ত্রটি আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র বলে অনুমান। জাপান সাগরে পড়ার আগে তা হাজার কিমি দূরত্ব অতিক্রম করেছে।আমেরিকার যে কোনও প্রান্তই এই ক্ষেপনাস্ত্রের আওতায় চলে এসেছে বলে বিশেষজ্ঞদের অনুমান।
উত্তর কোরিয়ার এই ক্ষেপনাস্ত্র পরীক্ষার কড়া সমালোচনা করেছে আমেরিকা। এই ঘটনাকে সারা বিশ্বের পক্ষে বিপদ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।
উৎক্ষেপণের পর জাপানের বৃহত্তম দ্বীপ হনসুর উত্তরে সমুদ্রে পড়ার আগে ক্ষেপনাস্ত্রটি প্রায় ৫৩ মিনিট শূন্যে ছিল। ক্ষেপনাস্ত্রটি প্রায় ৪,৫০০ কিমি উঁচুতে পৌঁছয়, যা উত্তর কোরিয়ার গত জুলাইয়ে দুটি আন্তর্মহাদেশীয় ক্ষেপনাস্ত্রর মতোই। তবে যে দূরত্ব এবারের ক্ষেপনাস্ত্রটি অতিক্রম করেছে তা আগের বারের তুলনায় অনেক বেশি।
ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্টস-এর প্রবীণ বিজ্ঞানী ডেভিড রাইট বলেছেন, গত জুলাইয়ে উৎক্ষেপণ হওয়া ক্ষেপনাস্ত্রর তুলনায় অনেক বেশি কার্যকরী এই ক্ষেপনাস্ত্র। এর সম্ভাব্য পাল্লা প্রায় ১২ হাজার কিলোমিটার। এর অর্থ, ওয়াশিংটন সহ আমেরিকার যে কোনও স্থানেই আঘাত হানতে সক্ষম এই ক্ষেপনাস্ত্র।
মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার এই কাজ সারা বিশ্বের ক্ষেত্রেই বিপজ্জনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতি সামলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)