এক্সপ্লোর
লন্ডনের হাসপাতালে মারা গেলেন জেলবন্দি নওয়াজের স্ত্রী কুলসুম

লন্ডন: মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু হল লন্ডনের হাসপাতালে চিকিত্সাধীন কুলসুমের। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সভাপতি তথা জেলবন্দি নওয়াজের ভাই শাহবাজ শরিফ কুলসুমের মৃত্যু সংবাদ দিয়েছেন। তাঁকে দেখতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ।
২০১৪-র জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭-র আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মঙ্গলবার লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছিল বলে জানিয়েছে জিও টিভি। ১৯৭১-এর এপ্রিলে বিয়ে হয় নওয়াজ, কুলসুমের।
২০১৪-র জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭-র আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মঙ্গলবার লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছিল বলে জানিয়েছে জিও টিভি। ১৯৭১-এর এপ্রিলে বিয়ে হয় নওয়াজ, কুলসুমের। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















