এক্সপ্লোর
Advertisement
কেন শুধুই ধর্মীয় শিক্ষা? মাদ্রাসা ব্যবস্থা খতিয়ে দেখা প্রয়োজন, বললেন পাকিস্তানি সেনাপ্রধান
করাচি: পাকিস্তানে ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সে দেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। প্রতিবেশী দেশটিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসাগুলিতে মূলত ধর্মীয় শিক্ষাই দেওয়া হয় পড়ুয়াদের।
অশান্ত বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় 'মানবসম্পদ উন্নয়ন, সুযোগ ও চ্যালেঞ্জ' শিরোনামে এক সেমিনারে ভাষণ দেন তিনি। তাঁকে উদ্ধৃত করে পাক সংবাদপত্র দি নেশন জানিয়েছে, আমি মাদ্রাসার বিরোধী নই, তবে মাদ্রাসার তাত্পর্য্য হারিয়ে গিয়েছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ধারণাকেই নতুন করে বিচারের প্রয়োজনীয়তায় গুরুত্ব দেন তিনি। বলেন, গত চার দশকে বালুচিস্তানে আধুনিক, উন্নত মানের স্কুলের চেয়ে বেশি ধর্মীয় শিক্ষাকেন্দ্র গজিয়ে উঠেছে। সেখানে শুধুই ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। ফলে ওখান থেকে বেরনো পড়ুয়ারা অগ্রগতির মাপকাঠিতে অনেক পিছনে পড়ে থাকছে। তাঁকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে দি এক্সপ্রেস ট্রিবিউন। তিনি বলেছেন, আমাদের উচিত মাদ্রাসা সম্পর্কে ধারণাই ফের বিচার করা। ওখানে কর্মসংস্থানের দুনিয়ায় কাজে লাগে, জাগতিক বিষয় নিয়ে পড়াশোনার ব্যবস্থা করা দরকার। যদিও পাক সেনার মিডিয়া শাখা প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বাজওয়ার মাদ্রাসা শিক্ষার মতো বিতর্কিত বিষয় সংক্রান্ত বক্তব্য খুব বেশি জায়গা পায়নি।
পাকিস্তানে বড় ধরনের পলিসি সংক্রান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেনা। বাজওয়া সেনাবাহিনী দেশের সেবায় দায়বদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন। বলেন, জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জাতীয় দায়বদ্ধতা। সেনাও সেটা মাথায় রেখে চলবে। এও বলেন, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আরও বেশি করেন নিঃস্বার্থ সেবার মতো গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিকতার সার্বিক শ্রেষ্ঠত্বে। বলেন, আমাদের সবার দেশের প্রতি দায় আছে।
পাকিস্তানে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে। বাজওয়ার পরিকল্পনা, উদ্দেশ্য নিয়েও সংশয় আছে বিভিন্ন মহলের, বিশেষত পানামা পেপার্সকান্ডে নওয়াজ শরিফের প্রধানমন্ত্রী পদ খারিজ হওয়ার পর। নওয়াজের বিশ্বাস, তাঁর অপসারণের পিছনে আছেন সেনাপ্রধান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement