এক্সপ্লোর
Advertisement
নিসের হামলাকারী কারও সঙ্গে মিশত না, কথাও বলত না, বলছেন প্রতিবেশীরা
নিস: ফ্রান্সের নিস শহরে ট্রাকের ধাক্কায় ৮৪ জনকে হত্যা করা মহম্মদ লাহুআয়াজ বুহলেল কারও সঙ্গে মেলামেশা করত না, কেউ ডাকলে সাড়াও দিত না। সে যে আবাসনে থাকত সেখানকার অন্যান্য বাসিন্দারা এই হামলাকারী সম্পর্কে এমনই বলছেন। তাঁদের বক্তব্য, বুহলেলকে ধর্মীয় আচার পালন করতেও দেখা যায়নি।
সেবাস্তিয়ান নামে বুহলেলের এক প্রতিবেশী বলেছেন, এই হামলাকারী সবসময় একা থাকত। তবে তার মধ্যে ধর্মীয় গোঁড়ামি দেখা যেত না। সে খাটো ঝুলের প্যান্ট, বুট পরে ঘুরত। তার একটি মোটরবাইক এবং একটি ভ্যান ছিল। মোটরবাইকটি সে নিজের ঘর পর্যন্ত নিয়ে যেত।
অন্যান্য প্রতিবেশীরাও বুহলেল সম্পর্কে একই কথা বলছেন। তবে এক মহিলা বলেছেন, তাঁর দুই মেয়ের দিকে মাঝেমধ্যেই তাকিয়ে থাকত এই যুবক। সেই কারণে তাকে নিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন।
নিসে হামলার পর শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে নটা নাগাদ বুহলেলের ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তার প্রাক্তন স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement