এক্সপ্লোর
Advertisement
নেপাল বাস দুর্ঘটনায় মৃত ১৪, আহত কমপক্ষে ১৯
নেপালের সিন্ধুপালচক জেলায় বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৪ জন, আহত ১৯-এরও বেশী যাত্রী। রবিবার ভোরে দোলাখা খাদিচাউর-জিরি রোড ধরে যাচ্ছিল বাসটি। কালীনচক মন্দিরের পূন্যার্থীদের নিয়ে ফেরার সময় রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
নেপাল: নেপালের সিন্ধুপালচক জেলায় দুর্ঘটনার কবলে পূন্যার্থীদের বাস। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৪ জন, আহত ১৯-এরও বেশী যাত্রী। রবিবার ভোরে দোলাখা খাদিচাউর-জিরি রোড ধরে যাচ্ছিল বাসটি। কালীনচক মন্দিরের পূন্যার্থীদের নিয়ে ফেরার সময় রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
সূত্রের খবর, ৪০ জন পূন্যার্থী নিয়ে সিন্ধুপালচক জেলার শুনকোশি গ্রামীণ অঞ্চলে ফিরছিল বাসটি। দুর্ঘটনার পর স্থানীয় অধিবাসীদের সাহায্যে উদ্ধারকার্য শুরু করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। গত শনিবার নেপালের নাওয়াপারাসি জেলার পুরনো কাওয়াসতি বাজারে বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে। কাটমান্ডু থেকে সুরখেত যাচ্ছিল বাসটি। অন্যদিকে গত ২৭ নভেম্বর বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ মিটার নিচে পড়ে যায় বাসটি।#UPDATE Nepal: 14 persons dead & 19 injured after a bus carrying 40 passengers met with an accident in Sindhupalchok district, earlier today. https://t.co/2gdMYLAgBs pic.twitter.com/AccIXfZkcU
— ANI (@ANI) December 15, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement