জনকপুরকে ১০০ কোটি টাকা আর্থিক অনুদান, ভারতের প্রতিবেশী-নীতি তালিকার শীর্ষে নেপাল, জানালেন মোদী
জনকপুর (নেপাল): ভারতের ‘প্রতিবেশী অগ্রাধিকার’ নীতি তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে নেপাল। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার দুদিনের সফরে নেপাল গিয়েছেন মোদী। এদিন জনকপুরের মন্দিরে পুজো দেন তিনি। এরপরই, পবিত্র জনকপুর শহরের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন।
এদিন জনকপুর মহকুমার অন্তর্গত বড়াবিঘা শহরে মোদীকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, যখনই কোনও সমস্যা হয়েছে, ভারত ও নেপাল পাশাপাশি দাঁড়িয়েছে। কঠিন সময়ে আমরা একে অপরকে সাহায্য করেছি।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়া ইস্তক এই নিয়ে তিনবার নেপাল-সফরে গেলেন মোদী। তিনি আশ্বাস দেন, ভারতের ‘প্রতিবেশী অগ্রাধিকার’ নীতি তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে এই পার্বত্য রাষ্ট্র।
তিনি জানান, ২ প্রতিবেশী পাঁচটি বিষয়ে একযোগে কাজ করতে পারে। সেগুলি হল—ঐতিহ্য, বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি ও পরিবহন। এর আগে, জনকপুরের বিখ্যাত জানকী মন্দিরে বিশেষ পুজো অর্পন করেন প্রধানমন্ত্রী। পুরাণ অনুযায়ী, জনকপুর ছিল রাজা জনকের রাজত্ব। এখানেই জন্মেছিলেন সীতা।
এই উপলক্ষ্যে জনকপুরের উন্নয়নে ১০০ কোটি টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে যৌথভাবে অযোধ্যা-জনকপুর বাস পরিষেবার উদ্বোধনও করেন তিনি।