নীরব মোদির জেল হেফাজত ২৫ জুলাই পর্যন্ত বাড়াল ব্রিটেনের আদালত
গত মার্চ মাস থেকে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে বন্দি রয়েছেন ৪৮ বছরের নীরব। ভারত সরকার তাঁর প্রত্যর্পণের আর্জি জানিয়েছে সেখানকার আদালতে। সেই আর্জির মোকাবিলা করছেন নীরব।
লন্ডন: সাড়ে ১৪ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিকাণ্ড ও আর্থিক তছরুপ মামলার অন্যতম অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদির হেফাজত ২৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করল লন্ডনের একটি আদালত। গত মার্চ মাস থেকে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে বন্দি রয়েছেন ৪৮ বছরের নীরব। ভারত সরকার তাঁর প্রত্যর্পণের আর্জি জানিয়েছে সেখানকার আদালতে। সেই আর্জির মোকাবিলা করছেন নীরব। এর আগে, গত ১২ জুন ইংল্যান্ডের উচ্চ আদালত নীরবের জামিনের আবেদন খারিজ করে দেয়। এই নিয়ে চারবার জামিনের আবেদন জানিয়েছেন এই হীরে ব্যবসায়ী। তার আগে, গত বছরের মে মাসে নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তারপর, গত বছররে জুলাই মাসেও ফের দ্বিতীয়বার গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত বছরের অগাস্ট মাসে ব্রিটিশ প্রশাসনের কাছে নীরবের প্রত্যর্পণের আর্জি জানায় ভারত। ব্রিটিশ আইন অনুযায়ী, প্রতি চার সপ্তাহ অন্তর তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। সেই মতো, এদিন জেল থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানি প্রক্রিয়ায় অংশ নেন নীরব। পরবর্তী শুনানি ২৯ জুলাই।