এক্সপ্লোর
Advertisement
সিরিয়ার টুইটার তারকা বানা এখন তুরস্কে, যুদ্ধ বিধ্বস্ত আলেপ্পোয় শিক্ষিকা হয়ে ফেরার স্বপ্ন তার
আঙ্কারা: যুদ্ধ বিধ্বস্ত আলেপ্পো থেকে তাদের জীবনের প্রতিমুহূর্তে হাল হকিকতের খবর টুইটারের মাধ্যমে সারা দুনিয়াকে জানাত সাত বছরের ছোট্ট বানা অ্যালাবেদ। সেই থেকেই সে হয় ওঠে ছোট্ট টুইটার তারকা। কিন্তু হঠাত্ই একদিন বানার টুইটার আপডেট দেখে কেঁদে ওঠে সারা বিশ্ব। তার শেষ টুইটে সারা দুনিয়াকে গুডবাই জানায় বানা। কারণ সেনা আক্রমণের মুখে পড়েছিল বানা ও তার পরিবার। অবশেষে মৃত্যুর সঙ্গে প্রত্যেক মুহূর্ত লড়াই করে জীবন যুদ্ধে জিতে, আপাতত তুরস্কে চলে এসেছে বানা অ্যালাবেদের পরিবার। ফের সে তার টুইট থেকে গোটা দুনিয়াকে জানিয়েছে, তার আলেপ্পোয় ফিরে যাওয়ার স্বপ্নের কথা।তার শিকড়ে ফিরে যাওয়ার তাগিদের কথা।
বানা জানিয়েছে, সে বড় হয়ে ফের আলেপ্পোয় ফিরতে চায় শিক্ষক হিসেবে। তার লক্ষ্য সেখানকার শিশুদের মধ্যে থেকে যুদ্ধের স্মৃতি মুছে দিয়ে শিক্ষার আলো প্রসার করা। তাই শিক্ষিকা হতে চায় ছোট্ট বানা। আলেপ্পো থেকে তুরস্কে এসে সেখানকার প্রেসিডেন্ট তাইপ এর্ডোগানের সঙ্গে দেখা করে বানার পরিবার। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে তুরস্ক।I was pleased to host @AlabedBana and her family at the Presidential Complex today. Turkey will always stand with the people of Syria. pic.twitter.com/VuPtmFl7Lr
— Recep Tayyip Erdoğan (@RT_Erdogan) December 21, 2016
We brought Bana, hope & symbol of children in Aleppo, and her family to Turkey. What could be more beautiful than the smile of a child? pic.twitter.com/ibSVkpOLuX — Mevlüt Çavuşoğlu (@MevlutCavusoglu) December 21, 2016প্রসঙ্গত, ছোট্ট বানা টুইটারের মাধ্যমে আলেপ্পোয় তাদের জীবন সম্পর্কে সারা দুনিয়াকে জানিয়ে ছিল। বানা বই পড়তে খুব ভালবাসে। তার সেই ভালবাসায় স্বীকৃতি দিয়ে হ্যারি পটারের লেখিকা বানাকে অনলাইনে হ্যারি পটার-এর সিরিজ পাঠিযে ছিলেন। তার সেই পড়ার ঘর সে সবাইয়ের সঙ্গে ভাগ করেও নিয়েছিল। কিন্তু সেনা আক্রমণের মুখে বানার স্কুল, বাগান, পড়ার ঘর সবকিছু আজ ধূলোয় মিশে গেছে। সেই সবকিছুকে মনে মণিকোঠায় স্মৃতি করে রেখে ফের শিক্ষিকা হয়ে জ্ঞানের আলো নিয়ে একদিন আলেপ্পোয় ফিরতে চায় বানা। এই সংক্রান্ত আরও খবর পড়তে এখানে ক্লিক করুন যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর জীবন কেমন, টুইটারে বর্ণনা সাত বছরের সিরিয়ার নাবালিকার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পরিস্থিতি বর্ণনা, সেনা-আক্রমণের মুখে শেষ টুইটে বিশ্বকে ‘গুডবাই’ জানাল বানা
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement