এক্সপ্লোর
চাইলেই শুরু করে দিতে পারেন পরমাণু যুদ্ধ, অস্ত্র ছোঁড়ার বোতাম তাঁর টেবিলেই মজুত, কিমের নয়া হুমকি
![চাইলেই শুরু করে দিতে পারেন পরমাণু যুদ্ধ, অস্ত্র ছোঁড়ার বোতাম তাঁর টেবিলেই মজুত, কিমের নয়া হুমকি Nuclear Button Always On My Table, Says North Korea’s Kim Jong চাইলেই শুরু করে দিতে পারেন পরমাণু যুদ্ধ, অস্ত্র ছোঁড়ার বোতাম তাঁর টেবিলেই মজুত, কিমের নয়া হুমকি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/19223324/trump-kim-jong-un.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিওল: শত্রু দেশকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম তাঁর টেবিলেই সব সময় রয়েছে। চাইলে যে কোনও সময় শত্রুকে ধ্বংস করে ফেলতে পারেন তিনি। নতুন বছর নতুন এই হুমকি দিয়ে শুরু করলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। দেশবাসীর প্রতি তাঁর বার্তা, এ বছরও একইভাবে পরমাণু অস্ত্র তৈরি চালিয়ে যাবেন তিনি।
কিমের আমলে এর মধ্যেই ৬ বার পরমাণু পরীক্ষা করেছে পিয়ংইয়ং, শেষতম বোমাটি ছিল হাইড্রোজেন বোমা। দেশবাসীর উদ্দেশে নতুন বছরের বক্তৃতায় কিম বলেছেন, এভাবেই পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুততার সঙ্গে চালিয়ে যাবেন তাঁরা।
তাঁর কথায়, পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম সব সময় তাঁর টেবিলেই থাকে। আমেরিকার বোঝা উচিত, এটা কোনও হুমকি নয়, চরম বাস্তব।
উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের পরমাণু অস্ত্র আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। গত বছর টানা একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গিয়েছে তারা। জবাব দিয়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে পারে গোটা পিয়ংইয়ং, কিম আত্মঘাতী মিশন হাতে নিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)