এক্সপ্লোর
পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: এক বছর রাস্তায় দাঁড়াতে হবে, যুবককে অভিনব সাজা পাক আদালতের

করাচি: পুলিশকে মোটরসাইকেলে ধাক্কা মেরেছিলেন এক পাক যুবক। এই মামলায় ওই যুবককে অভিনব সাজা পাকিস্তানের একটি আদালতের। প্রতি শুক্রবার তাঁকে দু ঘন্টা করে পথ নিরাপত্তা সংক্রান্ত একটি প্ল্যাকার্ড হাতে ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে হবে। আদালত মহম্মদ কাসিম নামে ৩৪ বছরের ওই যুবককে মোটরসাইকেলে ধাক্কা মেরে পুলিশ কনস্টেবলকে জখম করার মামলায় দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণা করতে গিয়ে আদালত তাঁকে দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে বলে। একটি হল- এক বছরের জন্য পথ নিরাপত্তা সংক্রান্ত প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়াতে হবে। দ্বিতীয়টি হল-জেল। কাসিম জানিয়েছেন, তিনি প্রথম বিকল্পটিই বেছে নেন। তাঁর প্রতি যে বদান্যতা দেখানো হয়েছে সেজন্য আদালতের কাছে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। কাসিম বলেছেন, জেলে যেতে হল অপরাধীর তকমা বেয়ে বেড়াতে হত। তার বদলে ট্রাফিক সিগন্যালে এ ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। তিনি বলেছেন, তাঁর এই সাজা অন্যদের কাছে একটি শিক্ষা পৌঁছে দেবে। সাজা অনুযায়ী, কাসিমকে এমএ জিন্না রোডে দাঁড়াতে হবে। হাতের প্ল্যাকার্ডে লেখা থাকবে, ‘সাবধান হোন! বেপরোয়াভাবে গাড়ি চালানো মৃত্যু ডেকে আনতে পারে’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















