এক্সপ্লোর
৪ হাজার টাকার ধার না মেটানোয় পাকিস্তানে প্রাক্তন কর্মচারীকে জ্বালিয়ে দিল মালিক

লাহোর: অফিস থেকে নেওয়া ৪ হাজার টাকা ধার না মেটানোয় এক কর্মচারীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। ঘটনাটি পাকিস্তানের।
খবরে প্রকাশ, তিন সন্তানের বাবা ইমরান নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে।
ইমরানের বাবা জানান, তাঁর ছেলে তক্ষশীলার একটি মার্বেল কারখানায় কাজ করতেন। তিনি অফিস থেকে ৪ হাজার টাকার ধার নিয়েছিলেন। কিন্তু, তা চুকিয়ে দেওয়ার আগেই তিনি ওই চাকরি ছেড়ে অন্য একটি কারখানায় চাকরি নেন।
অভিযোগ, ইমরানকে এক গোপন জায়গায় ডেকে পাঠায় তাঁর প্রাক্তন মালিক। এরপর তাঁকে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















