এক্সপ্লোর
Advertisement
বাড়ি থেকে পালানোয় মাথা মুড়িয়ে, মুখে কালি লেপে হাঁটানো হল তরুণীকে
লাহৌর: বাড়ি থেকে পালিয়েছিলেন বছর ২৩-এর এক তরুণী। পঞ্চায়েতের নিদানে এই ‘অপরাধ’-এর শাস্তি স্বরূপ মাথা মুড়িয়ে, মুখে কালি লেপে বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটানো হল তাঁকে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঘটনা।
মেয়েটির অপরাধ, তিনি অন্য গ্রামের একজনের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন। এক সপ্তাহ পর বাড়ি ফিরে আসেন। কিন্তু ভাবতেও পারেননি বাড়ি ফিরে আসার পর কী শাস্তি অপেক্ষা করছে তাঁর জন্য। ফেরার পরই সত্ মা, বাবা, স্বামী এবং পরিবারের অন্যান্যরা তাঁর ওপর অকথ্য অত্যাচার করতে থাকে। পুরো ঘটনাটির বিচার করে পঞ্চায়েত। মেয়েটি পরিবারকে অসম্মান করেছে-এই অপরাধে এহেন শাস্তি ধার্য হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সত্ মা, বাবা সহ পরিবারের লোকজন বাড়ির সামনের রাস্তা দিয়ে মেয়েটিকে ওই অবস্থায় হাঁটতে বাধ্য করে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তরুণীর পরিবার ও পঞ্চায়েত সদস্য মিলিয়ে ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মেয়েটির সত্ মা ও বাবাকেও। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement