এক্সপ্লোর
Advertisement
আমেরিকা ক্ষয়িষ্ণু শক্তি, চিন ও রাশিয়ার দিকে ঝুঁকতে পারে পাকিস্তান, মন্তব্য শরিফের দূতের
ওয়াশিংটন: পাকিস্তানের রাজনীতির চালিকা শক্তির মধ্যে অন্যতম আমেরিকা। এবার কাশ্মীর প্রশ্নে হালে পানি না পেয়ে কি আমেরিকা-নির্ভরতা কাটাতে চাইছে হতাশ পাকিস্তান? এই জল্পনা উস্কে গিয়েছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এক বিশেষ দূতের মন্তব্যে। ওই দূত বলেছেন, আমেরিকা আর মোটেই বিশ্বশক্তি নয়। ভারত ও কাশ্মীর সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গির বদল না ঘটলে পাকিস্তান চিন ও রাশিয়ার দ্বারস্থ হতে পারে। গতকাল আমেরিকার প্রথমসারির থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের আলাপচারিতার পর শরিফের কাশ্মীর দূত মুশাহিদ হুসেন সৈয়দকে এ কথা বলতে শোনা গিয়েছে। তাঁকে বলতে শোনা যায়, আমেরিকা আর বিশ্বশক্তি নয়, ক্ষয়িষ্ণু শক্তি। এর কথা ভুলে যেতে হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে কাশ্মীরের চলতি পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ পাকিস্তান এনেছে তা আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করছেন শরিফ। এই লক্ষ্যেই সৈয়দের সঙ্গে শরিফের দূত হিসেবে আমেরিকায় এসেছেন শাজরা মনসব। সৈয়দ আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের মতামত বিবেচনা না করলে তারা চিন ও রাশিয়ার দিকে ঘেঁসতে পারে।
দেড় ঘন্টার আলাপচারিতার পর সৈয়দ এক দর্শকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে। এর আগে আলাপচারিতায় কাশ্মীর ও ভারত সম্পর্কে তাঁর মতামতে সমর্থনের অভাব দেখে হতাশাও ব্যক্ত করেন।
সৈয়দের ওই মন্তব্য ক্যামেরায় ধরা পড়েনি। কিন্তু যাঁরা ওই রুমে ছিলেন তাঁরা প্রত্যেকেই স্পষ্টভাবে সৈয়দের মন্তব্য শুনতে পেয়েছেন।
আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিশেষ মার্কিন দূত রিচার্ড ওসলনের কাছে কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে একটি ডসিয়ার জমা দিয়েছেন সৈয়দ।
আমেরিকায় শরিফের কাশ্মীর সংক্রান্ত দুই বিশেষ দূত কাজের কাজ কিছুই করতে পারেননি। তাঁদের বক্তব্যে গুরুত্ব দেয়নি কেউ। এর ফলে হতাশ সৈয়দ বলেছেন, দক্ষিণ এশিয়ায় এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চিন। বেজিংকে তিনি বৃহত্তর দক্ষিণ এশিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন।
পাকিস্তান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার উল্লেখ করে সৈয়দ বলেছেন, মস্কো ও ইসলামাবাদের মধ্যে ধীরে ধীরে সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠছে। তিনি আরও বলেছেন, এই প্রথম পুতিন সরকার পাকিস্তানকে অস্ত্র বিক্রয় করতে রাজি হয়েছে এবং আমেরিকাকে এই আঞ্চলিক সম্পর্কের বিন্যাসের এই পরিবর্তনের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।
ওবামার আমলে এই অঞ্চলে আমেরিকার বিদেশনীতির বদল ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকার আফগানিস্তান ও তালিবান নীতিতে ধোঁয়াশা রয়েছে বলেও দাবি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement