এক্সপ্লোর
Advertisement
পাক সেনা প্রধানের দাবি, আমাদের প্রতিরক্ষা অপরাজেয়
ইসলামাবাদ: কাশ্মীর নিয়ে ফের উস্কানিমূলক মন্তব্য পাক সেনা প্রধানের। তিনি বললেন, কাশ্মীর পাকিস্তানের রক্তে রয়েছে এবং কাশ্মীরের মানুষের প্রতি তাঁদের কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।
পাক সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের লক্ষ্যে কাশ্মীরের মানুষের আত্মত্যাগকে শ্রদ্ধা করি। এ ব্যাপারে সমাধান সূত্র রয়েছে রাষ্ট্রপুঞ্জের গৃহীত প্রস্তাবে। কূটনৈতিক ও নৈতিক দিক থেকে পাকিস্তান কাশ্মীরকে সমর্থন চালিয়ে যাবে।
পাক প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন শরিফ। একইসঙ্গে তাঁর দাবি, পাক প্রতিরক্ষা অপরাজেয়। সেনা প্রধান বলেন, শত্রুদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, পাকিস্তানের প্রতিরক্ষা এমনিতেই শক্তিশালী এবং এখন তা অপরাজেয় হয়ে উঠেছে।
দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে বিপদ সম্পর্কে তিনি বলেন, আমরা আমাদের শত্রুদের সমস্ত গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্র ও উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অবগত।
সেনা প্রধান আরও বলেছেন, সামরিক বা কূটনৈতিক, সীমান্তে বা দেশের মধ্যে যে কোনও চ্যালেঞ্জ সম্পর্কেই সচেতন পাকিস্তান। দেশের মিত্র বা বন্ধু কারা, তাও পাকিস্তানের জানা রয়েছে।
পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্ক সম্বন্ধে তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতির ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে। এই অঞ্চলে তা একটি উদারহণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement