এক্সপ্লোর
যুদ্ধ করে কাশ্মীর জিততে পারবে না পাকিস্তান: হিনা

ইসলামাবাদ: যুদ্ধের রাস্তায় কাশ্মীর জয় করতে পারবে না পাকিস্তান। বললেন হিনা রব্বানি খার। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিরোধ শত্রুতা, বিদ্বেষের পরিবেশে মিটিয়ে ফেলা যাবে না বলেও মনে করেন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী পদে থাকা হিনা। জিও নিউজ-কে দেওয়া সাক্ষাত্কারে হিনা বলেছেন, আমরা যদি কথাবার্তা চালিয়ে যাই, একমাত্র তবেই কাশ্মীর ইস্যুর সমাধান হতে পারে, কোথাও একটা গিয়ে পৌঁছতে পারি আমরা। এ প্রসঙ্গেই তিনি বলেছেন, আমার বিশ্বাস, যুদ্ধ, সংঘাতের পথে কাশ্মীর জয় করতে পারবে না পাকিস্তান। যদি সেটা না পারি, তবে একমাত্র আলোচনার রাস্তাটাই খোলা থাকছে আমাদের সামনে। আর আলোচনা চলতে পারে এমন কারও সঙ্গে যার সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক আছে, কিছুটা হলেও পারস্পরিক আস্থা, বোঝাপড়া আছে। ট হিনার দাবি, পূর্বতন পাকিস্তান পিপলস পার্টির সরকার জোট করে ক্ষমতায় থাকলেও ভিসার নিয়ম শিথিল করে, বাণিজ্য লেনদেন স্বাভাবিক করে ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করার জন্য সবচেয়ে ভাল উদ্যোগ নিয়েছিল। তাঁর মত, নওয়াজ শরিফ সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে। চাইবে তারা আরও বেশি কিছু করতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















