এক্সপ্লোর
Advertisement
শিশুকন্যার ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তদের ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ লাহৌর হাইকোর্টের
লাহৌর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে সাত বছরের এক শিশুকন্যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকে ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য পঞ্জাব প্রদেশের পুলিশের প্রধানকে নির্দেশ দিল লাহৌর হাইকোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ বলেছেন, পঞ্জাব প্রদেশের কাসুর জেলায় এর আগেও এই ধরনের ঘটনা ঘটলেও, আদালতকে জানানো হয়নি। এটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয়। আদালত জানিয়েছে, এই মামলায় কোনওরকম বিলম্ব বরদাস্ত করা হবে না। সোমবার পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে।
সিনিয়র পুলিশ অফিসার জুলফিকার হামিদ বলেছেন, ‘এখনও পর্যন্ত শিশুটির নৃশংস খুনের ঘটনায় ২২০ জনকে জেরা করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা পাঠানো হয়েছে। কাসুরে আরও ১০টি এই ধরনের ঘটনায় যুক্ত ব্যক্তিই এই শিশুকে খুন করেছে কি না, সেটা ফরেন্সিক পরীক্ষা থেকেই জানা যাবে। এই ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে পুলিশ। শীঘ্রই অপরাধীকে গ্রেফতার করা হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement