এক্সপ্লোর
Advertisement
বুগতিকে আশ্রয়: ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
ইসলামাবাদ: বালুচ নেতা ব্রাহুমবাগ বুগতিকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে বলে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের। সে দেশের চোখে অপরাধী বালুচ শীর্ষ নেতাটি ভারতের কাছে আশ্রয় চেয়ে আবেদন করেছেন, যা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নয়াদিল্লি বুগতির আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণার আগেই ট্যুইট করেছেন, বুগতিকে ভারত আশ্রয় দিলে তা হবে একটি রাষ্ট্রের একজন সন্ত্রাসবাদীকে লালন পালন করারই সামিল। তেমনটা হলে কিন্তু ভারত সন্ত্রাসবাদের সরকারি পৃষ্ঠপোষক হয়ে উঠবে।
প্রসঙ্গত, বালুচ রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রেসিডেন্ট, সুইজারল্যান্ড প্রবাসী বুগতি গত মঙ্গলবার জেনিভায় ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হন। ভারতে আশ্রয় চেয়ে আর্জি পেশ করেন। নয়াদিল্লি থেকে ইতিবাচক সাড়া মেলার আশায় রয়েছেন তিনি। গত রবিবার জেনিভায় তাঁর দলের এক বৈঠকেই ভারতে বুগতি রাজনৈতিক আশ্রয় চাইবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
২০০৬ সালে পাক সেনার হাতে নিহত হন প্রবীণ বালুচ জাতীয়তাবাদী নেতা নবাব আকবর বুগতি। ব্রাহুমবাগ তাঁরই পৌত্র। ২০১০ সালে পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে তাঁর সুইজারল্যান্ড চলে যাওয়ার পিছনে ভারতের হাত থাকার অভিযোগও তুলেছিল পাকিস্তান সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement