এক্সপ্লোর
Advertisement
চারটে প্রদেশই সামলাতে পারছে না, কাশ্মীরের প্রয়োজন নেই, দাবি ছাড়ুক পাকিস্তান! জঙ্গি হানা থেকে দেশ সুরক্ষিত রাখতেও ব্যর্থ সরকার, বললেন আফ্রিদি
নয়াদিল্লি: অবস্থান বদলে পাকিস্তানকে কাশ্মীরের দাবি ছাড়তে বললেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক ক্রিকেটার ব্রিটিশ পার্লামেন্টে এক আলাপচারিতায় কার্যত নিজের দেশের সরকারকে বিড়ম্বনায় ফেলে বলেছেন, পাকিস্তান যে চারটে প্রদেশ হাতে আছে, সেগুলিই সামলাতে পারছে না, কাশ্মীর নিয়ে কী করবে!
ইমরান খানের বর্তমান সরকারকে তাঁর পরামর্শ, কাশ্মীরের দাবি ছেড়ে দিয়ে বরং যে এলাকা দখলে রয়েছে, সেটাই ঠিকঠাক সামলান, তার যত্ন নিন।
পাশাপাশি নতুন বিতর্ক বাঁধানোর ইন্ধন জুগিয়ে এই প্রাক্তন মারকুটে অলরাউন্ডারের কটাক্ষ, কাশ্মীর দরকার নেই পাকিস্তানের। দেশকে একজোট করে সন্ত্রাসবাদীদের হাত থেকে সুরক্ষিত রাখতেও নিদারুণ ব্যর্থ পাক সরকার। তা বলে কাশ্মীরের ভারতের নিয়ন্ত্রণে যাওয়ারও পক্ষপাতী নন আফ্রিদি। তিনি বলেছেন, কাশ্মীর ভারতেরও অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। সেখানে মানুষ মরছে দেখে তিনি ব্যথিত বলেও জানিয়েছেন। পড়ুয়াদের সমাবেশে আফ্রিদি বলেন, বলুন, পাকিস্তানের কাশ্মীর প্রয়োজন নেই, তবে কাশ্মীরকেও ভারতের হাতেও তুলে দেবেন না। কাশ্মীর বরং পৃথক একটা দেশ হোক। সেখানকার বাসিন্দাদের মৃত্যুও মেনে নেওয়া যায় না। মানবতা বেঁচে থাকুক। ওখানে মানুষ মরছে দেখে কষ্ট হয়।
এই প্রথম নয় যে, কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন আফ্রিদি। এর আগে গত এপ্রিলে তিনি অবশ্য ভারতের কাশ্মীর নীতির তুমুল সমালোচনা করেন। ট্যুইট করেন, ভারত অধিকৃত কাশ্মীরে উদ্বেগজনক, বিব্রতকর পরিস্থিতি রয়েছে। স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের দাবিকে গলা টিপে মেরে ফেলতে নিরীহ মানুষকে গুলি করে মারছে অত্যাচারী শাসককূল। বিস্মিত হয়ে ভাবি, রাষ্ট্রপুঞ্জ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থারা কোথায়, কেন তারা এই রক্তপাত থামাতে কিছু করছে না?
২০১৬-র মার্চে আফ্রিদি এও বলেন, কাশ্মীরের প্রচুর ফ্যান পাকিস্তানি ক্রিকেটারদের সমর্থন করেন, যা নিয়ে জোর বিতর্কও হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
মালদা
শিক্ষা
Advertisement