এক্সপ্লোর
Advertisement
হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে ‘নায়কের মর্যাদা’ দিয়ে ডাকটিকিট প্রকাশ করল পাকিস্তান
নয়াদিল্লি: এবার নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি ও তার সাঙ্গপাঙ্গোদের নায়কের মর্যাদা দিতে বিশেষ ডাক টিকিট প্রকাশ করল পাকিস্তান। একটি পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে।
ওই নয়া ডাকটিকিটে বুরহানকে স্বাধীনতা সংগ্রামের আইকন হিসেবে তুলে ধরেছে পাক ডাক বিভাগ। গত ২৪ জুলাই পাক ডাক বিভাগের পক্ষ থেকে ২০ টি নতুন বিশেষ ডাক টিকিট জারি করা হয়েছে। এর পিছনে পাকিস্তানের অভিসন্ধিটা স্পষ্ট এবং তা হল, কাশ্মীর উপত্যকায় অত্যাচারী হিসেবে তুলে ধরে ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত করা।
উল্লেখ্য, ২০১৬-তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে বুরহান ও তার দুই সঙ্গীর মৃত্যু হয়েছিল। পাকিস্তান যে ডাকটিকিট জারি করেছে, সেখানে বুরহানের সঙ্গে তার দুই সঙ্গীরও ছবি রয়েছে। ভারতীয় বাহিনীর গুলিতে নিহত অন্যান্য জঙ্গিদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে ওই পাক ডাকটিকিটে।
উল্লেখ্য, একদিকে যখন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে থমকে থাকা শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দিয়েছেন, ঠিক তখনই ওই ডাকটিকিট প্রকাশের বিষয়টি প্রকাশ্যে এল।
পাকিস্তানের সঙ্গে আলোচনা নিয়ে যখন ভারত কঠোর অবস্থান নিয়েছে, তখন সন্ত্রাসবাদীদের মহান করে দেখানোর জন্য পাকিস্তানের এই কাজ এমনিতেই তলানিতে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কুঠারাঘাতের কাজ করবে।
ভারতের অবস্থান হল, আলোচনায় বসতে চাইলে পাক ভূখণ্ডে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানকে অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement