এক্সপ্লোর
Advertisement
২৬/১১ হামলার চক্রী হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে নীরব পাকিস্তান
ইসলামাবাদ: মুম্বইয়ে ২৬/১১ হামলার চক্রী হাফিজ সইদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই প্রশ্নের জবাবে মুখে কুলুপ পাকিস্তানের। তাদের দাবি, আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সইদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু বলছে না পাকিস্তান।
২৬/১১ হামলার এক দশকেরও বেশি সময় আগে ১৯৯৫ সালে সইদ ব্রিটেনে জিহাদে উস্কানি দিচ্ছিল বলে দাবি করেছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম। এ বিষয়ে প্রশ্নের জবাবে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল বলেছেন, ‘হাফিজ সইদের প্রসঙ্গে বলা যায়, পাকিস্তান আন্তর্জাতিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা।’ কিন্তু এছাড়া সইদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু বলেননি ফয়সল।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীর, সন্ত্রাসবাদ সহ সব বিষয়ে কথা বলতে রাজি পাকিস্তান। আমরা বরাবরই বলে আসছি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু ভারত যেহেতু আলোচনায় রাজি নয়, তাই বিশেষ কিছু করা সম্ভব নয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement