এক্সপ্লোর
তাদের জলসীমায় ভারতীয় সাবমেরিনের ঢুকে পড়ার চেষ্টা রুখে দিয়েছে, দাবি পাকিস্তানি নৌবাহিনীর, মিথ্যা প্রোপাগান্ডা, বলল নয়াদিল্লি
করাচি: ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা সন্ত্রাস, পাল্টা পাকিস্তানের বালাকোটে জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার বিমানহানায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাক নৌবাহিনীর দাবি, জলসীমা লঙ্ঘন করে তাদের এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করেছিল একটি ভারতীয় সাবমেরিন। তারা তা রুখে দিয়েছে।
পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান।
নয়াদিল্লির খবর, পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিনের ঢুকে পড়ার চেষ্টা রুখে দিয়েছে, ইসলামাবাদের এহেন দাবি খারিজ করল ভারতীয় নৌসেনা। বলল, এটা পাকিস্তানের মিথ্যা প্রচার। ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান মিথ্যা প্রচার করছে, ভুল তথ্য ছড়াচ্ছে, এটা আমাদের নজরে এসেছে। ভারতীয় নৌবাহিনী এধরনের প্রোপাগান্ডা নিয়ে মাথা ঘামায় না। আমাদের বাহিনী অবিচলিত রয়েছে।
ইসলামাবাদে পাকিস্তানি নৌবাহিনী দাবি করেছিল, তারা বিশেষ স্কিল কাজে লাগিয়ে ভারতীয় সাবমেরিনের তাদের জলসীমায় প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, পাক জলসীমা থেকে দূরে রাখতে সফল হয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষায় জলসীমায় ভারতীয় নৌবাহিনী মোতায়েন রয়েছে বলেও তারা বিবৃতিতে জানিয়েছে।
পাক নৌবাহিনী মিডিয়ার হাতে তাদের ঘোষণার সমর্থনে একটি ফুটেজও তুলে দেয়। ফুটেজটি ৪ মার্চ রাত ৮টা ৩৫-এর। সেটি আসল বলে দাবি করেছে তারা। বিবৃতি দিয়ে পাক নৌবাহিনী বলেছে, সাবমেরিনটি হঠিয়ে দিতে বিশেষ স্কিল কাজে লাগিয়েছে পাক নৌসেনা। সেটিকে পাক জলসীমায় প্রবেশ করা থেকে বিরত রাখায় সফল হয়েছে। শান্তি বজায় রাখার স্বার্থে পাক নৌবাহিনী ভারতীয় সাবমেরিনটিকে ইচ্ছা করেই হামলার টার্গেট করেনি বলে জানান পাক নৌবাহিনীর মুখপাত্র। তিনি বলেন, পাকিস্তানের শান্তিরক্ষার নীতির কথা মনে রেখেই ভারতীয় সাবমেরিনটিকে নিশানা করা হয়নি। ভারতের এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে শান্তির লক্ষ্যে এগনো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পাক নৌবাহিনী বলেছে, তারা ভৌগলিক জলসীমার অখন্ডতা রক্ষায় সদাসতর্ক রয়েছে, পূর্ণ শক্তি দিয়ে যে কোনও আগ্রাসন মোকাবিলার ক্ষমতা আছে তাদের।
২০১৬-র নভেম্বরের পর থেকে এটা ভারতীয় নৌসেনার দ্বিতীয় জলসীমা লঙ্ঘনের চেষ্টা বলে দাবি করেছে পাক নৌবাহিনী। বলেছে, সেবার তারা ভারতীয় নৌসেনার পাক জলসীমার ভিতরে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল। ২০১৬-য় তার আগেও একটি ভারতীয় সাবমেরিনকে পাক জলসীমায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা।
পুলওয়ামা হামলার পর ভারতীয় বায়ুসেনা পাল্টা সন্ত্রাসদমন অভিযান চালিয়ে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভিতরে বালাকোটে জইশ-ই-মহম্মদের ট্রেনিং ক্যাম্পে বোমা ফেলে। পরদিনই পাক বায়ুসেনা পাল্টা একটি মিগ-২১ যুদ্ধবিমানকে হামলা করে ফেলে দেয়। পাকিস্তানের হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement