Pakistan Petrol Price Hike: একলাফে লিটার প্রতি ৩০ টাকা বাড়ল পেট্রোলের দাম! পাকিস্তানে অগ্নিমূল্য জ্বালানি
Pakistan Petrol Prices Increase: এক ধাক্কায় প্রতি লিটার পেট্রোলের দাম ৩০ টাকা বাড়তে চলেছে সে দেশে।

ইসলামাবাদ: অস্বস্তিতে পাকিস্তান। এক ধাক্কায় প্রতি লিটার পেট্রোলের দাম ৩০ টাকা বাড়তে চলেছে সে দেশে। আজ মধ্যরাত থেকে পাকিস্তানে পেট্রোলের নয়া দাম কার্যকর হবে, এমনটাই খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে সে দেশের সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটার ৩০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে বেশ কিছুদিন যাবৎ।
#BREAKING: Petrol prices to increase by 30 rupees per litre starting from midnight tonight after IMF talks failed yesterday.
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) May 26, 2022
#AzadiMarch #HaqiqiAzadiMarch #Petrol
সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)-এর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় ভারতের পড়শি দেশ। এর একদিন পরেই এই বিশাল মূল্যবৃদ্ধি ফের পাক অর্থনীতিতে বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন, পাতার মধ্যেই মিশে রয়েছে বিষধর সাপ! খুঁজে না পেলেই চরম বিপদের আশঙ্কা
পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করার প্রচেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে সম্প্রতি। গত সপ্তাহে কাতারের রাজধানীতে শুরু হওয়া পাকিস্তান ও আইএমএফ আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি। বর্তমান সরকার ৬ বিলিয়ন মার্কিন ডলার প্যাকেজের মধ্যে বাকি ৩ বিলিয়ন মার্কিন ডলার পেতে আগ্রহী বলে খবর। যদিও মুদ্রাস্ফীতি সংশোধিত না হওয়ায় চুক্তিতে এগোয়নি আইএমএফ।
এমনকী আন্তর্জাতিক অর্থভান্ডারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের নিরিখে পাকিস্তানের টাকার দাম বৃহস্পতিবার কমেছে অনেকটাই। প্রায় ঐতিহাসিক রেকর্ডও বলা চলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
