এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
অনুপ্রবেশের অভিযোগ খারিজ পাকিস্তানের, কাশ্মীরীদের ‘কণ্ঠ’ হবেন, জানালেন শরিফ
ইসলামাবাদ: ভারতের তোলা কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগ খারিজ করে দিল পাকিস্তান। গতকাল নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাই কমিশনার আবদুল বসিতকে সাউথ ব্লকে তলব করে এ দেশে, বিশেষত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের ঢুকিয়ে অশান্তি বাঁধাচ্ছে, সন্ত্রাসবাদী হামলায় মদত দিচ্ছে পাকিস্তান, এই অভিযোগ জানিয়ে ডিমার্চ দেন বিদেশসচিব এস জয়শঙ্কর। সম্প্রতি কাশ্মীরে সংঘর্ষ চলাকালে অস্ত্রশস্ত্র সমেত ধৃত পাকিস্তানে জ্ন্ম হওয়া জঙ্গি বাহাদুর আলির প্রসঙ্গ ডিমার্চে বিশেষ করে উল্লেখ করা হয়। জেরায় তার স্বীকারোক্তির কথাও ছিল তাতে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পাক বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, নিয়ন্ত্রণ রেখায় ভারতের তোলা অনুপ্রবেশের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছি আমরা। পাকিস্তান কারও বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিজের ভূখণ্ড ব্যবহৃত হতে না দেওয়ার নীতিতে অটল রয়েছে। ভারতের দাবির সত্যতা কতদূর, তা প্রমাণসাপেক্ষ, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জোগাড় করা হচ্ছে, এও বলা হয় পাক বিবৃতিতে। গত ২৫ জুলাই উত্তর কাশ্মীরে ধরা পড়ে লাহোরের জিয়া বাগ্গা গ্রামের বাসিন্দা বাহাদুর।
এর পাশাপাশি খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলা অব্যাহত রেখেছেন। রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন, রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার জেইড রাড আল হুসেনকে লেখা চিঠিতে ‘কাশ্মীরীদের মৌলিক মানবাধিকারের নির্লজ্জ, ধারাবাহিক লঙ্ঘন’ বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব কার্যকর করার আবেদনও করেছেন। রাষ্ট্রসঙ্ঘের আসন্ন সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষ্যে ডাকা প্রস্তুতি সভায় তিনি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে কাশ্মীরের অত্যাচারিত জনতার কণ্ঠ হয়ে ওঠা আমার দায়িত্ব। কাশ্মীরের জনগণের দুর্দশা, তাঁদের ন্যায্য লড়াইয়ের কথা যাতে গোটা বিশ্ব বুঝতে পারে, সেজন্য চেষ্টার ত্রুটি রাখব না। বৈঠকে ছিলেন শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ, বৈদেশিক বিষয় সংক্রান্ত বিশেষ সহকারী তারিক ফতেমি, বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরি, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ও আমেরিকায় পাক রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি। বৈঠকে বলা হয়েছে, কাশ্মীর রাষ্ট্রসঙ্ঘের অসমাপ্ত এজেন্ডাই হয়ে রয়েছে। ভারতকে বুঝতে হবে, কাশ্মীর স্রেফ তার ঘরোয়া বিষয় নয়, বরং তা আঞ্চলিক, আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করাটা রাষ্ট্রসঙ্ঘের ধারাবাহিক ব্যর্থতাগুলির অন্যতম বলে মন্তব্য করে তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার কাশ্মীরীদের একটি মৌলিক অধিকার। আমরা কাশ্মীরীদের নিজেদের ভাগ্য নির্ধারক হয়ে ওঠায় সবরকম প্রয়াস চালাব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement