রয়েছে ‘ধাতব-বস্তু’! কুলভূষণের স্ত্রীর জুতো ফরেন্সিকে পাঠাল পাকিস্তান
ইসলামাবাদ: কুলভূষণকাণ্ডে নতুন মাত্রা পেল জুতো-বিতর্ক। ‘ধাতব-বস্তু’ থাকার অজুহাতে কুলভূষণের স্ত্রীর জুতো ফরেন্সিক পরীক্ষায় পাঠাল পাক প্রশাসন।
বুধবার, পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফৈজাল জানান, আধিকারিকদের সন্দেহ জুতোয় কোনও ধাতব-বস্তু রয়েছে। তাঁরা নিশ্চিত হতে চাইছেন, যে সেখানে কোনও ক্যমেরা বা মাইক্রোচিপ লুকিয়ে রাখা হয়েছে কি না।
গত ২৫ ডিসেম্বর ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের দফতরে কুলভূষণের সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হয়েছিল তাঁর মা ও স্ত্রীকে। সেখানে, মঙ্গলসূত্র, চুড়ি, টিপ খুলে ফেলতে হয়েছিল কুলভূষণের স্ত্রী-মাকে। এমনকী পোশাকও বদলাতে হয়। বদলে ফেলতে হয় জুতোও।
অন্য সমস্ত জিনিষ পরে ফেরত দিয়ে দেওয়া হলেও, শেষপর্যন্ত ‘সন্দেহজনক’ কিছু আছে এই অজুহাতে কুলভূষণের স্ত্রীর জুতো জোড়া ফেরত দেয়নি পাক প্রশাসন। এদিন পাক বিদেশমন্ত্রকের তরফে নতুন করে দাবি করা হয় যে, ওই জুতোয় ধাতব বস্তু রয়েছে।
এদিকে, সাক্ষাতের সময় কুলভূষণের মা ও স্ত্রীকে হয়রানির তত্ত্ব ‘ভিত্তিহীন’ বলে খারিজ করেছে পাকিস্তান। তাদের আরও দাবি, নিরাপত্তাজনিত কারণেই কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করা হয়েছে।