এক্সপ্লোর
Advertisement
আত্মীয়র সঙ্গে বিয়েতে আপত্তি, পরিবারের 'সম্মান রক্ষা'য় পাকিস্তানে ২৬ বছরের তরুণীকে খুন
ইসলামাবাদ: পাকিস্তানে ফের অনার কিলিং। আত্মীয়র সঙ্গে বিয়েতে আপত্তি করায় পরিবারের সম্মান রক্ষায় পরিবারের লোকজন ২৬ বছরের ওই ইতালিয়-পাকিস্তানি তরুণীকে খুন করে বলে অভিযোগ। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী সানা চিমা নামে ওই তরুণীকে তাঁর বাবা-ভাই ও কাকা মিলে খুন করে।
পুলিশ জানিয়েছে, পরিবার প্রথমে সানার মৃত্যুকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। পঞ্জাব প্রদেশের গুজরাত জেলার পশ্চিম মঙ্গোওয়াল এলাকায় সানার দেহ কবর দেওয়া হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় চাউর হতে শুরু করে যে, সানাকে খুন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে জানা গেছে যে, সানার বাবা গুলাম মুস্তাফা নিজের এক আত্মীয়র সঙ্গে মেয়ের বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সানা ওই প্রস্তাবে রাজি হননি। তিনি ইতালিতেই বিয়ে করতে চেয়েছিলেন। এরপরই মুস্তাফা তার ছেলে আদনান, ভাই মাজহার ইকবালকে সঙ্গে নিয়ে মেয়েকে খুনের ছক কষে।
অভিযুক্ত তিনজনই ফেরার। তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৬-তে ২৮ বছরের ব্রিটিশ নাগরিক সামিয়া সাহিদা ও সোশ্যাল মিডিয়া তারকা কোয়ানদিল বালোচকে এভাবেই পরিবারের লোকজন খুন করেছিল। ওই ঘটনাগুলি নিয়ে জোর শোরগোল পড়েছিল। পাকিস্তানের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী, এ বছরের ১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে ৫০ টি অনার কিলিংয়ের ঘটনা ঘটেছে। ২০১৭-তে ওই সংখ্যা ছিল ৪৬০ টি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement