এক্সপ্লোর
Advertisement
আইএসআইয়ের সুরক্ষা বলয়ে করাচিতে আল কায়েদা নেতা জওয়াহিরি, দাবি মার্কিন সাপ্তাহিকের
ওয়াশিংটন: আল কায়েদা নেতা আয়মান আল-জওয়াহিরি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আশ্রয়ে সম্ভবত করাচিতে গা ঢাকা দিয়ে রয়েছেন। ২০০১-এর শেষদিকে মার্কিন বাহিনী আল কায়েদাকে আফগানিস্তানছাড়া করার পর থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত সার্জন জওয়াহিরি আইএসআইয়ের পাহারায় সুরক্ষিত বলে এক অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে দাবি করেছে নিউজউইক। একাধিক সূত্রের ভিত্তিতে তারা এমন ইঙ্গিত পেয়েছে বলে দাবি।
প্রসঙ্গত, ওসামা বিন লাদেনের গুরু, পাশাপাশি উত্তরাধিকারীও বটে এই জওয়াহিরি। বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের অন্যতম তিনি। সাপ্তাহিক ম্যাগাজিনটি প্রতিবেদনে লিখেছে, তাঁর লুকিয়ে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ২ কোটি ৬০ লক্ষের বেশি মানুষের বন্দর শহর করাচিতে। যদিও একইসঙ্গে আমেরিকার প্রাক্তন চার প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য সংক্রান্ত শীর্ষ পরামর্শদাতা, সিআইএ-র প্রবীন অফিসার ব্রুস রিডেল বলেছেন, এ ব্যাপারে কোনও অকাট্য প্রমাণ কিন্তু নেই। পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে পাওয়া বেশ কিছু সামগ্রী থেকেই জওয়াহিরির করাচিতে থাকার ইঙ্গিত মিলছে।
প্রসঙ্গত, অ্যাবোটাবাদেই খতম হন লাদেন। তিনি এও বলেছেন, জওয়াহিরির পক্ষে ওখানে আত্মগোপন করে থাকাটাই যুক্তিসঙ্গত। আমেরিকানরা তাঁকে ওখানে গিয়ে মারতে পারবে না, এটা ভেবে তিনি নিশ্চিন্ত থাকতে পারেন। রিডেল ওই সাপ্তাহিক-কে বলেছেন, লাদেনকে যে কায়দায় অভিযান চালিয়ে ২০১১-র ২ মে খতম করা গিয়েছিল, করাচিতে তেমন অভিযান করা আমেরিকার পক্ষে প্রচণ্ড কঠিন হয়ে দাঁড়াতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement