Lahore Most Polluted City : গলায় জ্বালা, শ্বাসকষ্টের সমস্যায় অতিষ্ঠ শহরবাসী; বিশ্বের সবথেকে দূষিত শহর পাকিস্তানের লাহোর
Most Polluted City in World : ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা রয়েছে এই শহর। যা কার্যত শ্বাসরুদ্ধ করে দিচ্ছে শহরবাসীর।

টক্সিক কুয়াশা কয়েকদিন ধরে ছড়িয়ে থাকায় বাসিন্দারা গলায় জ্বালা, চোখ চুলকানো এবং শ্বাসকষ্টের কথা বলছিলেন। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জনগণকে মুখে মাস্ক পরে থাকার এবং বাইরে বেরনো সীমিত করার পরামর্শ দিয়েছিলেন। এহেন লাহোর শহরই এখন বিশ্বের সবথেকে দূষিত শহর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এখন বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকায় শীর্ষে।
ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা রয়েছে এই শহর। যা কার্যত শ্বাসরুদ্ধ করে দিচ্ছে শহরবাসীর। দূষণের এই মাত্রা প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করছে। IQAir-এর বায়ু মান পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, সকাল ৮:৩০ মিনিটে শহরে মার্কিন বায়ু মান সূচক (AQI) ৪১২ রেকর্ড করা হয়েছে, যা বিপজ্জনক হিসেবে শ্রেণীবদ্ধ। যাতে PM2.5 এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বার্ষিক নির্দেশিকা মানের চেয়ে ৫৬.২ বেশি।
শীতের শুরুতে লাহোরে বায়ু দূষণ একটি চিরস্থায়ী সমস্যা হয়ে উঠেছে। শীতল আবহাওয়া, বাতাসের কম গতি, যানবাহন ও কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং খড় পোড়ানো পাঞ্জাব প্রদেশে মাটির কাছাকাছি দূষণকারী পদার্থ আটকে রাখে। গত শুক্রবারই, লাহোরে AQI রেকর্ড করা হয়েছে ৩৬২, যা বিপজ্জনক বলে মনে করা হয়। দ্য ডন জানিয়েছে, কিছু এলাকায় দূষণের মাত্রা আরও খারাপ ছিল, শালিমার এলাকায় বিস্ময়কর AQI ছিল ৬৯০, তারপরে শাদমানে ৬১১ এবং সৈয়দ মারাতিব আলি রোডে ৬০৯।
শীতকালের শুরুতে (Winter Season) প্রতি বছরই বায়ুদূষণের মাত্রা (Air Pollution Level) বৃদ্ধি পায়। ক্রমশ খারাপ হতে থাকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality Index)। আর তার জেরে দেখা দেয় একাধিক রোগ। যাঁদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই আবহাওয়া তাঁদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মারাত্মক প্রভাব পড়তে পারে ফুসফুসে। দেখা দিতে পারে জটিল সংক্রমণ। কিন্তু বায়ুদূষণের জেরে যে শুধু শ্বাস-প্রশ্বাস নিতেই সমস্যা হবে কিংবা ফুসফুসে ইনফেকশন হবে, তা নয়। বায়ু দূষণের দাপটে আরও অনেক ভাবেই অসুস্থ হতে পারেন আপনি।
বাতাসে দূষণের মাত্রা বেশি থাকলে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়। এই পরিস্থিতিতে হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব হওয়ার প্রবণতা বাড়ে। হৃদযন্ত্রের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করা জরুরি।
বায়ু দূষণের প্রভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়।























