এক্সপ্লোর
Advertisement
বালুচিস্তানে টেনে নামানো হল পাকিস্তানি পতাকা, বদলে উড়ল তেরঙা
নয়াদিল্লি: বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে পাক সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খোলার পর কৃতজ্ঞতা জানানোর ভাষা পাচ্ছে না বালুচিস্তান। বুধবার মোদীর বিবৃতির সমর্থনে সেখানে একটি প্রতিবাদ মিছিল বার হয়েছে, তোলা হয়েছে ভারতের জাতীয় পতাকা। নরেন্দ্র মোদী ও পাক সেনার হাতে খুন হওয়া বালুচ নেতা আকবর বুগতির ছবি নিয়ে মিছিল করেছেন স্বাধীনতা সংগ্রামীরা। পাকিস্তানি পতাকা নামিয়েও ফেলেছেন তাঁরা।
বালুচিস্তানের সুই, ডেরা বুগতি, জাফরাবাদ ও নাসিরাবাদ এলাকা সব বেশ কিছু জায়গায় চারদিন ধরে চলছে বিক্ষোভ। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী নবাব সানাউল্লাহ জেহরি জানিয়েছেন, দ্বীপান্তরিত বালুচ নেতারা চাইলে দেশে ফিরতে পারেন।
Protests going on for past 4 days in Sui, Dera Bugti, Jafarabad & Nasirabad among other locations in Balochistan pic.twitter.com/CAzQ6b3BXe
— ANI (@ANI_news) August 24, 2016
এদিকে ৮ তারিখ আত্মঘাতী হানায় মৃত ৭৪জন আইনজীবীর পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে বালুচ আইনজীবীরা এখনও আদালত বয়কট করে চলেছেন। তাঁদের বক্তব্য, মৃতদের পরিবার তো বটেই, বিস্ফোরণে আহত আইনজীবীরাও এখনও সামান্য চিকিৎসার খরচও পাননি। ফলে ৮ তারিখের বিস্ফোরণের পর থেকেই গোটা বালুচিস্তানের বিচারবিভাগ পুরোপুরি স্তব্ধ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement