এক্সপ্লোর
আকাশ থেকে বিমান নামানোর জঙ্গি নাশকতার ছক ভেস্তে দিল অস্ট্রেলিয়া পুলিশ, ধৃত ৪

মেলবোর্ন: আকাশ থেকে বিমান নামিয়ে দেওয়ার জঙ্গি-ছক ভেস্তে দিল অস্ট্রেলিয়া পুলিশ। গতকাল সিডনিতে জঙ্গি-দমন অভিযান চালিয়ে এই ষড়যন্ত্র ভেস্তে দেওয়া গিয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিডনিতে গতকাল পাঁচটি জায়গায় হানা দেয় অস্ট্রেলিয়ার ফেডাপুলিশ, নিউ সাউথ ওয়েলস পুলিশ এবং এএসআইও। টার্নবুল বলেছেন, অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের জঙ্গি নাশকতার বিপদ দেখা দিয়েছে। জঙ্গিদের মধ্যে কেউ কেউ একাই নাশকতার ছক তৈরি করছে। এ ছাড়াও রয়েছে, বিস্তারিত ষড়যন্ত্রর ঘটনাও। গতকাল এ ধরনের একটি ষড়যন্ত্রের ছক ভেস্তে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা ইমপ্রোভাইড ডিভাইস ব্যবহার করে বিমান নামিয়ে আনার হামলা চালানোর ছক কষেছিল। তবে, তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশ জানায়নি। পুলিশ জানিয়েছে, সারে হিলসের বাড়িতে হানা দিয়ে বোমা বানানোর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হয়েছে এবং দেশের প্রধান বিমানবন্দরগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















