এক্সপ্লোর
কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ, মোদির সঙ্গে জি সেভেন সম্মেলনে কথা বলব, জানালেন মার্কিন প্রেসিডেন্ট
অন্যদিকে, মার্কিন বিদেশ দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, আমরা কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে।
![কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ, মোদির সঙ্গে জি সেভেন সম্মেলনে কথা বলব, জানালেন মার্কিন প্রেসিডেন্ট President Trump to discuss Kashmir with PM Modi at G7 summit in France কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ, মোদির সঙ্গে জি সেভেন সম্মেলনে কথা বলব, জানালেন মার্কিন প্রেসিডেন্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/08/21145810/Untitled.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
ওয়াশিংটন: কাশ্মীরের পরিস্থিতি ‘কঠিন’ ও ‘বিপজ্জনক’ বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্রান্সে জি সেভেন সম্মেলনে এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
হোয়াইট হাউসে রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লস লোহানিসকে স্বাগত জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দেখা হবে। চলতি সপ্তাহের শেষে আমরা ফ্রান্সে থাকব। কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী (ইমরান) খান এখানে এসেছিলেন। তাঁদের দু’জনের সঙ্গেই আমার ভালভাবে কথা হয়েছে। কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত কঠিন। দীর্ঘদিন ধরেই সেখানে সমস্যা চলছে। আমি সাহায্য করতে চাইছিলাম। কিন্তু দু’দেশের মধ্যে অনেক সমস্যা আছে। আমি মধ্যস্থতা করতে পারি। কিন্তু এই দুই দেশ এই মুহূর্তে বন্ধু নয়। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। কাশ্মীরের পরিস্থিতি এখন বিস্ফোরক। আমি গতকাল প্রধানমন্ত্রী খান ও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তাঁরা দু’জনেই আমার বন্ধু। তাঁরা ভাল মানুষ এবং নিজেদের দেশকে ভালবাসেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘ধর্মের কারণেই সমস্যা তৈরি হয়েছে। ধর্ম অত্যন্ত জটিল বিষয়। এখন হিন্দু ও মুসলিমদের সম্পর্ক ভাল নয়।’
অন্যদিকে, মার্কিন বিদেশ দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ‘সীমান্ত সন্ত্রাস বন্ধে পাকিস্তানের সদিচ্ছা দেখানো এখন অনেক বেশি জরুরি। আমরা ১৯৮৯ সালের ঘটনা দেখেছিলাম। তাতে যেমন কাশ্মীরের মানুষের কোনও উপকার হয়নি, তেমনই পাকিস্তানেরও কোনও লাভ হয়নি। আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি। আমরা শান্তি বজায় রাখার বার্তা দিয়েছি। আমরা কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে। সীমান্ত সন্ত্রাস বন্ধ করার জন্য পাকিস্তানকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)