Prince Philip Passes Away: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ
৯৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ।
লন্ডন: প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। শুক্রবার বাকিংহাম প্যালেসের তরফে এই খবর জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। দীর্ঘদিন হাসপাতালে কাটিয়ে সবে বাড়ি ফিরেছিলেন ৷ কিন্তু খুব বেশিদিন আর বাঁচলেন না ৷ শুক্রবার সকালে উইন্ডসর প্রাসাদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিন্স ফিলিপ ৷ যিনি ছিলেন এডিনবরার ডিউক ৷
Prince Philip, the husband of Queen Elizabeth and a leading figure in the British royal family for almost seven decades, has died aged 99 https://t.co/7MTd0QNRX6 pic.twitter.com/xEReTtYWIl
— Reuters (@Reuters) April 9, 2021
বাকিংহাম প্যালেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রানি তাঁর প্রিয়তম স্বামী, প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরার মৃত্যুর কথা ঘোষণা করছেন। আজ, শুক্রবার সকালে উইন্ডসর প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি’।
My thoughts are with the British people and the Royal Family on the passing away of HRH The Prince Philip, Duke of Edinburgh. He had a distinguished career in the military and was at the forefront of many community service initiatives. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) April 9, 2021
Union Jack at half-mast over Buckingham Palace in tribute to Prince Philip. #AFP
— AFP Photo (@AFPphoto) April 9, 2021
📸 @TolgaAkmen pic.twitter.com/VqYXtCF19U
ডিউক অফ এডিনবরার প্রতি শ্রদ্ধায় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ৷ তাঁর শেষকৃত্যের দিন এখনও ঘোষণা হয়নি ৷ ওয়েস্ট মিনিস্টার হল নয়, প্রিন্স ফিলিপের শেষ ইচ্ছামতো ফ্রগমোর কটেজের বাগানে তাঁকে সমাধিস্থ করা হতে পারে বলে ব্রিটেনের রাজ পরিবার সূত্রে খবর ৷ কারণ তাঁর শেষকৃত্য সম্পন্ন হোক খুব সাধারণ ভাবে, তেমনটাই জীবিত থাকাকালীন চেয়েছিলেন ডিউক অফ এডিনবরা ৷ প্রিন্স ফিলিপের প্রয়াণে টুইটারে শোকবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷