এক্সপ্লোর
Advertisement
'আত্মনিয়ন্ত্রণের অধিকার' মেলেনি কাশ্মীরীদের, তাই উত্তেজনা বাড়ছে, বিপন্ন আঞ্চলিক শান্তি: রাষ্ট্রপুঞ্জে পাকিস্তান
নিউ ইয়র্ক: কাশ্মীরের মানুষকে 'আত্মনিয়ন্ত্রণের অধিকার' দেওয়া হচ্ছে না বলে সেখানে 'উত্তেজনার পারদ চড়ছে', তার ফলে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিমত রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত পাকিস্তানি প্রতিনিধি মালিহা লোধির।
রাষ্ট্রপুঞ্জে পাক মিশনে 'কাশ্মীর সংহতি দিবস' পালন অনুষ্ঠানে তিনি বলেছেন, 'স্বাধীন গণভোটে'র মাধ্যমে 'আত্মনিয়ন্ত্রণের অধিকার' পাবেন, কাশ্মীরের মানুষকে এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে। কিন্তু সেই অধিকার দেওয়া হচ্ছে না আর সেটাই কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি 'উত্তপ্ত হয়ে ওঠার কারণ'।
একইসঙ্গে কাশ্মীর 'মুক্ত' না হওয়া পর্যন্ত আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে কাশ্মীরী জনতার 'লড়াইয়ে' পাকিস্তান 'নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন' দিয়ে যাবে বলেও জানান লোধী।
পাক মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, লোধি রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বের পাশাপাশি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাতেও কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন। পাকিস্তানের আবেদন মেনে তারপর প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদকে কাশ্মীর নিয়ে অবহিত করেছেন।
পাকিস্তানের দাবি, কাশ্মীরে যে অজস্র 'মানবাধিকার লঙ্ঘন' ঘটছে, তা খতিয়ে দেখতে রাষ্ট্রপুঞ্জের টিম পাঠানো হোক। এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসেইনের সঙ্গে তাঁর বৈঠকের কথাও উল্লেখ করেন লোধি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement