এক্সপ্লোর
অ্যাপেলের আইফোন ফেটে পা পুড়ে গুরুতর জখম যুবক

নয়াদিল্লি: ফোন পকেটে রেখে বাইকে চেপে গন্তব্যে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা এক ম্যানেজমেন্ট কনসালট্যান্ট। হঠাতই ফেটে যায় তাঁর অ্যাপেলের আইফোন ৬ হ্যান্ডসেটটি।
গ্যারেথ ক্লিয়ার নামে ওই ব্যক্তি জানিয়েছেন, হঠাতই ফেটে আগুন জ্বলে যায় ফোনটিতে। ধোঁয়া উঠতে শুরু করে। তাঁর প্যান্ট পুড়ে গিয়ে ত্বকের দুই স্তর পর্যন্ত পুড়ে যায়। সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
গোটা ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে অ্যাপেল সংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























