কক্সবাজারে রোহিঙ্গা যুবকের হাতে খুন স্থানীয় বাংলাদেশি, উত্তেজনা
কক্সবাজার: রোহিঙ্গা যুবকের হাতে বাংলাদেশির মৃত্যু ঘিরে উত্তেজনা প্রতিবেশী রাষ্ট্রে।
কক্সবাজার জেলার পুলিশের উপ-প্রধান আফরুজুল হক তুতুল জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরে শনিবার এক বাংলাদেশি ব্যক্তিকে হত্যা করার অভিযোগ ওঠে এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে।
আফরুজুল জানান, এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। যার ফলে, বাড়তি সুরক্ষা বন্দোবস্ত করা হয়েছে, যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
গত অগাস্ট মাসে মায়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়া ইস্তক প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তু বাংলাদেশে হাজির হয়েছে। অধিকাংশ উদ্বাস্তুকে কক্সবাজার অঞ্চলে বিভিন্ন শিবিরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন।
কিন্তু সেখানে উদ্বাস্তু পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলে দাবি জেলা প্রশাসনের। জানা গিয়েছে, কক্সবাজারের তেকনাফ ও উখিয়াতে পরিস্থিতি এমন যে বর্তমানে একজন স্থানীয় বাংলাদেশির তুলনায় সেখানে দুজন রোহিঙ্গা উদ্বাস্তু রয়েছে।
জেলার সরকারি কৌঁসুলি মমতাজ আহমেদ জানান, সাম্প্রতিককালে কক্সবাজারে অপরাধের ঘটনা বেশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাংলাদেশিদের অভিযোগ, কর্মসংস্থানের জায়গাগুলি দখল করছে রোহিঙ্গারা। ফলে, বঞ্চিত হচ্ছেন কক্সবাজারের স্থানীয় গরিব বাংলাদেশিরা।
জানা গিয়েছে, রোহিঙ্গারা নির্মাণশিল্প ও মৎসশিল্প ক্ষেত্রে স্থানীয় বাংলাদেশিদের হঠিয়ে জায়গা করে নিচ্ছে। বাংলাদেশিদের দাবি, প্রথমত রোহিঙ্গারা অধিক কর্মঠ। পাশাপাশি, কম অর্থের বিনিময়ে তারা কাজ করতে রাজি হচ্ছে। ফলে, ফাঁপড়ে স্থানীয় বাংলাদেশিরা।
এছাড়া, রোহিঙ্গাদের জন্য জেলায় খাদ্যদ্রব্য ও পরিবহণ মূল্য রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ফলে, সমস্যায় পড়েছেন স্থানীয় বাংলাদেশিরা। তাঁদের অভিযোগ, প্রশাসন এবিষয়ে উদাসীন। তারা কেবল রোহিঙ্গাদের নিয়ে চিন্তিত।