Russia Ukraine Crisis: ভারতীয় নাগরিকদের ফের পরামর্শ, টুইট কিভের ভারতীয় দূতাবাসের
Russia Ukraine Crisis: ইউক্রেনে যে কয়েকজন ভারতীয় নাগরিক এখনও আটকে রয়েছেন তাঁদের জন্য ফের পরামর্শবার্তা জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। ৮ মার্চ, মঙ্গলবার সেই বার্তা টুইট করা হয়েছে।
কিভ: ইউক্রেনে আর যে কয়েকজন ভারতীয় নাগরিক আটকে রয়েছেন তাঁদের জন্য ফের পরামর্শবার্তা (advisory) জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। ৮ মার্চ, মঙ্গলবার সেই বার্তা জারি করা হয়েছে। করা হয়েছে টুইটও। সেখানে জানানো হয়েছে, ইউক্রেন থেকে বেরনোর জন্য় সুযোগ তৈরি হয়েছে। তৈরি করা হয়েছে humanitarian corridor. মঙ্গলবার ইউক্রেনের স্থানীয় সময়ে দশটা থেকে ইউক্রেনের নানা প্রান্তে তৈরি হয়েছে সেই humanitarian corridor. এই সুযোগ হাতছাড়া না করতে বলা হয়েছে সেদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের। যেভাবেই হোক কোনও ট্রেন বা বাস ধরে কাছের evacuation point-এ আসার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের। দূতাবাসের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, ফলে আবার কবে এমন সুযোগ তৈরি হবে তার কোনও নিশ্চয়তা নেই।
ADVISORY TO INDIAN NATIONALS IN UKRAINE. @MEAIndia @DDNewslive @DDNational @PIB_India @PIBHindi @IndianDiplomacy pic.twitter.com/rFvAock4Wg
— India in Ukraine (@IndiainUkraine) March 8, 2022
ইউক্রেনে আচমকা হামলা করেছিল পুতিনের সেনা। ২৪ ফেব্রুয়ারি ওই হামলায় চমকে উঠেছিল গোটা বিশ্ব। সেই সঙ্গেই আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছিল ভারতের নানা কোণায় থাকা একাধিক পরিবারেও। তারপর থেকে নানা স্তরে চেষ্টা চালিয়ে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে বহু ভারতীয় নাগরিককে। উদ্ধারকাজের জন্য শুরু হয়েছে অপারেশন গঙ্গা (operation ganga). এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ইন্ডিগো-সহ একাধিক বিমানসংস্থার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের। যুদ্ধ শুরুর পরে ইউক্রেন (Ukraine) থেকে সরাসরি বিমানের মাধ্যমে নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুযোগ ছিল না। ফলে দীর্ঘ আলোচনার পরে ইউক্রেনের একাধিক পড়শি দেশের মাধ্যমে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
অনেকেই দেশে ফেরার পর বলেছেন তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। অনেকের অভিযোগ, তাঁরা ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে সাহায্য পাননি। আবার অনেক পড়ুয়া জানিয়েছেন দূতাবাসের সাহায্যেই তাঁরা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকেই পড়শি দেশ পোল্যান্ডেও অনেকে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যেও রয়েছেন একাধিক ভারতীয় নাগরিক। দেশে ফেরানোর জন্য বারবার ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকদের বলা হয়েছে পড়শি দেশগুলিতে চলে আসতে। এদিনও সেই একই পরামর্শ দিয়ে টুইট (tweet) করা হয়।
আরও পড়ুন: দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে ইউক্রেন থেকে ফিরলেন সোনারপুরের ৩ ডাক্তারি পড়ুয়া