Russia-Ukraine War Live Updates 13 March: বিদ্যুৎ সংযোগ ফিরল চেরনোবিলে, জানাল ইউক্রেন সরকার
কিভ: ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ রাশিয়ার। শনিবার জেরুজালেমে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির। ইউক্রেনকে ফের ২০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সাহায্য আমেরিকার
LIVE
Background
কিভ: ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ রাশিয়ার। ইউক্রেনের পূর্বদিকে একাধিক শিল্পক্ষেত্রে হামলা রাশিয়ার বিমানবাহিনীর। একাধিক শহরেও হামলার অভিযোগ। শনিবার জেরুজালেমে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
চিন্তা রয়েছে চেরনোবিল নিয়েও। চেরনোবিল পরমাণু কেন্দ্রের (Chernobyl Nuclear Plant) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই সেখানে কী ঘটছে, সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ইউক্রেন। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে এমনই দাবি করল ইউক্রেন সরকার (Russia Ukraine Conflict)।
গোটা বিশ্বে পরমাণু শক্তিধর সম্পন্ন রাষ্ট্রগুলির গতিবিধিতর উপর নজরদারি চালানো সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-কে এই বার্তা দিয়েছে ইউক্রেন সরকার। তা নিয়ে ওই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ‘‘ইউক্রেন সরকার জানিয়েছে যে, একদিন আগে রাশিয়ার দখলে থাকা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে আর চেরনোবিলের সঙ্গে যোগাযোগ নেই তাদের।’’
প্রায় দু’সপ্তাহ আগে চোরনোবিল দখল করে রুশ সেনা। ইচ্ছাকৃত ভাবেই তারা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। যুদ্ধ মিটলেও সেখানে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান তারা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতির ঘটনা সামনে আসেনি বলে জানানো হয়েছে।
অন্য দিকে, শুক্রবার ১৬ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সমাধানসূত্র বার করতে বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ। কিন্তু সমাধানসূত্র অধরাই থেকে গিয়েছে। বরং ইউক্রেন সরকার জানিয়েছে যে, প্রাণে বাঁচতে কিভের অর্ধেক জনসংখ্যাই পালিয়ে গিয়েছে।
গতবছর প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিভে (Kiev Population) প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে গত দু’সপ্তাহে ২০ লক্ষ মানুষই সেখান থেকে পালিয়ে
Russia-Ukraine War Live Updates: বিদ্যুৎ সংযোগ ফিরল চেরনোবিলে, জানাল ইউক্রেন সরকার
চেরনোবিল পরমাণুকেন্দ্রে ফিরল বিদ্যুৎ সংযোগ। জানাল ইউক্রেন সরকার।
Russia-Ukraine War Live Updates 13 March: ধ্বংসস্তূপে অভুক্ত সারমেদরে ঘোরাঘুরি ইরপিনে, সামনে এল করুণ ছবি
চারিদিকে শুধু ধ্বংস্তূপ। খাঁ খাঁ করছে বসতি এলাকা। শুধু অভুক্ত সারমেয়দের ঘোরাঘুরি ইরপিনে। খাওয়ানোর নেই কেউ। সামনে এল করুণ ছবি। উদ্ধারকার্যে উদ্যোগী কয়েক জন।
Shelling fails to shift last civilians from Kyiv's ghost suburb.
— AFP News Agency (@AFP) March 13, 2022
"There's nothing left here," Iryna Morozova told @DaveClark_AFP in Irpin. "Now we collect stray animals and feed them, because people left them behind and moved away" https://t.co/2OYMpzMzZ6
📷 @dilkoff pic.twitter.com/cUipHBiMNL
Russia-Ukraine War Live Updates: গোলাগুলি বর্ষণ অব্যাহত, কিভে ব্যর্থ শেষ দফার উদ্ধারকার্য, দাবি ইউক্রেনের
শেষ দফায় উদ্ধারকার্য বাকি। কিন্তু অবিরাম গোলাগুলি বর্ষণ করে চলেছে রাশিয়া। তাতে ব্যর্থ উদ্ধারকার্য। দাবি ইউক্রেনের।
Russia-Ukraine War Live Updates 13 March: আলোচনা চলছে রাশিয়ার সঙ্গে, জানাল ইউক্রেন
রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। মারিউপোলই আলোচনার কেন্দ্রে। জানাল ইউক্রেন সরকার।
Russia-Ukraine War Live Updates: ইউক্রেনীয় শরণার্থী বোঝাই বাস উল্টে গেল ইতালিতে, মৃত ১, আহত অনেকে
ইউক্রেন সীমান্ত পেরিয়ে ইতালিতে ঢুকতে মরিয়া হাজার হাজার মানুষ। শরণার্থী বোঝাই বাস উল্টে গেল ইতালিতে। মৃত্যু ১ জনের। আহত অনেকে।
VIDEO: 🇺🇦 Air strikes hit residential buildings in Chernigiv, north of Kyiv pic.twitter.com/zIzWBgDtM0
— AFP News Agency (@AFP) March 13, 2022