Russia-Ukraine War Live Updates 14 March: ইউক্রেনে টিভি টাওয়ারে বড় হামলা রুশ বাহিনীর, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৯
Russia Ukraine War: ফের শুরু আলোচনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার আশায় বিশ্ব।
LIVE
Background
কিভ: নিরীহ নাগরিক নয়, ইউক্রেন এবং ন্যাটোর সামরিক পরিকাঠামো ধ্বংসই তাদের লক্ষ্য। যুদ্ধ শুরুর গোড়া থেকেই এমন দাবি করে আসছে রাশিয়া (Russia Ukraine War)। কিন্তু ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে, গত ১৭ দিনে শুধুমাত্র মারিউপোল (Mariupol) শহরেই ২ হাজার ১৮৭ জন নাগরিক প্রাণ হারিয়েছেন বলে এ বার দাবি করল ইউক্রেন সরকার। গত ২৪ ঘণ্টাতেই সেখানে রাশিয়া ২২ বার বোমাবর্ষণ করেছে বলে জানাল মারিউপোলের সিটি কাউন্সিল।
রবিবারও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে একদফা আলোচনা হয়েছে। মস্কোর তরফে আলোচনায় যথেষ্ট আগ্রহ দেখানো হচ্ছে বলে জানিয়েছে আমেরিকাও। তার মধ্যেই মারিউপোল সিটি কাউন্সলিলের তরফে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, 'গত ২৪ ঘণ্টায় ২২ বার মারিউপোলে বোমাবর্ষণ করেছে রাশিয়া। বসতি এলাকায় আক্রমণ চালানো হয়েছে। ১০০টিরও বেশি বোমা ফেলা হয়েছে মারিউপোলে।'
এই মারিউপোলে উদ্ধারকার্য চালানো ঘিরে গোড়া থেকেই বার বার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। নিরীহ নাগরিকদের নিরাপদে বার করে নিয়ে যেতে সেখানে মানব করিডর গড়তে সম্মত হয় দুই দেশই। তার জন্য দিনের নির্দিষ্ট সময়ে যুদ্ধবিরতিতেও সম্মত হয় তারা। কিন্তু ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি চলাকালীনও আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাতে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য। এমনকি মারিউপোল থেকে মানব করিডর যে ভাবে বেলারুশে গিয়ে শেষ হচ্ছে, তাতেও আপত্তি তুলেছে কিভ। যদিও যুদ্ধবিরতি চলাকালীন ইউক্রেনীয় সেনার তরফেই লাগাতার প্ররোচনা দেওয়া হচ্ছে বলে দাবি রাশিয়ার।
Russia Ukraine Conflict: টিভি টাওয়ারে রুশ হানা
ইউক্রেনের একটি টিভি টাওয়ারে হামলা চালাল রুশ সেনা বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের, দাবি সূত্রের।
Russia-Ukraine War: মার্কিন কংগ্রেসে কাল ভাষণ জেলেনস্কির
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসে একটি ভার্চুয়াল ভাষণ দেবে কাল। রাশিয়ার যুদ্ধ তীব্র হচ্ছে ইউক্রেনে। এরি পরিস্থিতিতে মার্কিন হাউস এবং সেনেটের সদস্যদের সঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা।
Russia Ukraine Conflict: ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
১৬ মার্চ ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মার্চ বেলা ১২ টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেখা করবেন মুখ্যমন্ত্রী।
Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা স্থগিত কাল পর্যন্ত
ইউক্রেনের রাষ্ট্রপতি প্রশাসনের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন যে প্রতিনিধি দলগুলি শর্তাবলী স্পষ্ট করার জন্য বিরতি চেয়েছে। আগে শর্ত স্পষ্ট করা হবে। এরপর ফের শুরু হবে আলোচনা।
Russia Ukraine Conflict: ইউক্রেনে মোট ৬৩৬ নাগরিকের মৃত্যু হয়েছে, দাবি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে
রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয় সোমবার বলেছে যে তারা ইউক্রেনে ১৩ মার্চ পর্যন্ত যে সমীক্ষা চালিয়েছে তা অনুযায়ী এখনও পর্যন্ত ৪৬ জন শিশু সহ ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।