Russia Ukraine War: নিশানায় ইউক্রেনের লাভিভ শহর, রুশ ক্ষেপণাস্ত্রে মৃত্যু ৭ জনের
Russia and Ukraine: অন্যদিকে, এবার ডনবাস দখলের পথে এগোচ্ছে রুশ সেনা। ভিডিও বার্তায় দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কির।
![Russia Ukraine War: নিশানায় ইউক্রেনের লাভিভ শহর, রুশ ক্ষেপণাস্ত্রে মৃত্যু ৭ জনের Russia Ukraine War: At least seven people have been killed in a Russian missile strike in the Ukrainian city of Lviv Russia Ukraine War: নিশানায় ইউক্রেনের লাভিভ শহর, রুশ ক্ষেপণাস্ত্রে মৃত্যু ৭ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/08/93cf9bd18b601baa15e38b625ed5ca1f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌমিক সাহা, লাভিভ: এবার রুশ নিশানায় ইউক্রেনের লাভিভ (Lviv) শহর। রুশ ক্ষেপণাস্ত্রে মৃত্যু হল ৭ জনের। উদ্বেগ বাড়িয়ে রাশিয়া (Russia) ইউক্রেনে (Ukraine) পরমাণু হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটেন। অন্যদিকে, এবার ডনবাস দখলের পথে এগোচ্ছে রুশ সেনা। ভিডিও বার্তায় দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কির।
ইউক্রেনে (Ukraine) হামলার তেজ আরও বাড়িয়েছে রাশিয়া (Russia)। লাভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রশ্ন তুলে দিয়েছে, তাহলে কি ইউক্রেন (Ukraine)- রাশিয়া (Russia) যুদ্ধের গতি প্রকৃতি বদলাতে চলেছে?
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের গতিপ্রকৃতি বদলাতে চলেছে? কারণ, কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ মস্কোভা–ডুবির পর ইউক্রেনে হামলার তেজ আরও জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের অন্যতম বড় শহর লাভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
গ্যারাজ, টয়ারের কারখানা, থেকে লাভিভের তিনটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনের লাভিভের এক বাসিন্দা জানিয়েছেন, আগের তুলনায় সাইরেনকে আরও গুরুত্ব দিতে হবে, সত্যি কথা বলতে আমরা সাইরেনকে গুরুত্ব দিচ্ছিলাম না। অনেক শরণার্থীই এখন লিভ ছাড়ছেন, আমার মনে হয় তাঁরা পোল্যান্ডে যাবেন, কারণ, এটাকে আর তাঁরা সুরক্ষিত মনে করছেন না।
আরও পড়ুন: Afghanistan Blast: পর পর তীব্র বিস্ফোরণ, কাবুলে স্কুল চত্বরে হামলা, ৮ শিশু-সহ নিহত কমপক্ষে ২৫
আরও পড়ুন: Russia Ukraine War Update: খারকিভ-ডনেৎস্কে চাপ বাড়াচ্ছে রুশ সেনা, চলছে লাগাতার হামলা
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই লাভিভ। কারণ, লাভিভ দিয়েই শরণার্থীরা পোল্যান্ডে যাচ্ছেন। এছাড়াও, এই লাভিভ থেকেই ইউক্রেনের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে NATO ও পশ্চিমের দেশগুলির পাঠানো সামরিক সরঞ্জাম।
এই পরিস্থিতিতে, রাশিয়ার হামলার বিরুদ্ধে লাভিভ বাসীদের প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন সেখানকার মেয়র। লাভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি জানিয়েছেন, আমরা শান্তি চাই, রাশিয়ার হামলা ঠেকাতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা একসঙ্গে থাকলে আমাদের দেশকে সর্বাধিক সুরক্ষা দিতে পারব। এটা আমাদের জীবনের একটি বিশেষ সময়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু পর, ১৩ই মার্চ প্রথম লাভিভে হামলা করেছিল রাশিয়া। এদিন ফের সেই লাভিভেই হামলা চালাল রুশ বাহিনী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)