Russia Ukraine War:খারকিভে গ্যাসের পাইপ লাইন ওড়াল রাশিয়া, ভিজে কাপড়ে জানলা-দরজা ঢাকার আর্জি ইউক্রেনের
Russia Ukraine War: রুশ সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভ। সেখান থেকেই ইউরোপের বিভিন্ন দেশে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে যায়।
কিভ: যুদ্ধ এ বার ভয়ঙ্কর আকার ধারণ করল ইউক্রেনে (Russia Ukraine War)। মুহুর্মুহু হামলায় আগুন জ্বলছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে (Kharkiv Natural Gas Pipeline)। সেখানে বিস্ফোরণ (Russia Ukraine War News) ঘটিয়ে রুশ সেনা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। এমনিতেই চেরনোবিল পরমাণু কেন্দ্র রুশ সেনার দখলে চলে গিয়েছে।তার মধ্যেই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে এই বিস্ফোরণ পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করছে ইউক্রেন সরকার।
রবিবার ভোররাতে খারকিভের দানিলিভকা জেলায় প্রাকৃতিক গ্যাসের ওই পাইপলাইন উড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে যে ভিডিয় ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে, তাতে তীব্রশব্দে বিস্ফোরণের পর ছত্রাকের আকারে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীকে ফুলে উঠতে দেখা যায়। গ্যাসের পাইপলাইনে এই বিস্ফোরণের ফলাফল কতটা মারাত্মক হতে পারে, এখনই নির্দিষ্ট ভাবে তা বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে ইউক্রেন সরকারের তরফে সংলগ্ন এলাকার নাগরিকদের জানলা দরজা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিতে বলা হয়েছে এবং জলপানের পরিমাণ বাড়াতে বলা হয়েছে।
রুশ সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভ। সেখান থেকেই ইউরোপের বিভিন্ন দেশে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে যায়। যুদ্ধ পরিস্থিতিতেও ইউরোপে গ্যাসের জোগান অব্যাহত রেখেছিল ইউক্রেন। অর্থনৈতিক ভাবে তাদের কোমর ভেঙে দিতেই রুশ সেনা ওই গ্যাসের পাইপলাইনকে নিশানা করেছে বলে অভিযোগ করা হচ্ছে কিভের তরফে।
শুধু গ্যাসের পাইপলাইনই নয়, কিভে এ দিন একটি তেলের ডিপোও উড়িয়ে দেয় রুশ সেনা। তার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় ওই ডিপো এবং সংলগ্ন এলাকাকে। একের পর এক এমন বিস্ফোরণের জেরে রাশিয়ার তরফে পরমাণু বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি চলছে বলেও শোনা যাচ্ছিল। তবে ইউক্রেনের জনসংযোগ এবং তথ্যসুরক্ষা দফতরের তরফে সকলকে সতর্ক করা হয়। বলা হয়, এখনও পর্যন্ত পরমাণু বিস্ফোরণ ঘটায়নি রাশিয়া। এই নিয়ে ভুয়ো খবর এড়িয়ে চলা উচিত।